মেলায় দোলনা নৌকা থেকে ছিটকে পড়ে ICU-তে ৮ বছরের শিশু

খিদিরপুরে ভূকৌলাস রাজবাড়ির এলাকায় সমৃদ্ধির মামাবাড়ি। সেখানেই মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল সে। রাজবাড়ির পাশেই বসেছে শিবরাত্রির মেলা। শুক্রবার সন্ধ্যায় মায়ের হাত ধরে মেলায় গিয়েছিল সে। বায়না করে উঠেছিল ‌যন্ত্রচালিত দোলনা নৌকায়। মেয়েকে জয় রাইডে তুলে নীচেই দাঁড়িয়ে ছিলেন মা। তাঁর চোখের সামনেই ঘটে দুর্ঘটনা।

Updated By: Feb 24, 2018, 08:58 AM IST
মেলায় দোলনা নৌকা থেকে ছিটকে পড়ে ICU-তে ৮ বছরের শিশু

ওয়েব ডেস্ক: মামা বাড়ির পাশে বসেছে মেলা। মায়ের হাত ধরে সেই মেলায় গিয়েই দুর্ঘটনায় গুরুতর জখম নাবালিকা। শুক্রবার সন্ধ্যায় মেলায় ‌যন্ত্রচালিত নৌকা থেকে ছিটকে পড়ে সে। মাথায় গুরুতর আঘাত নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিলজলার বাসিন্দা সমৃদ্ধি।

আরও পড়ুন - ঐতিহ্যের গেরুয়া নয়, নীল সাদাতেই রং করতে 'বাধ্য' স্কুল      

খিদিরপুরে ভূকৌলাস রাজবাড়ির এলাকায় সমৃদ্ধির মামাবাড়ি। সেখানেই মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল সে। রাজবাড়ির পাশেই বসেছে শিবরাত্রির মেলা। শুক্রবার সন্ধ্যায় মায়ের হাত ধরে মেলায় গিয়েছিল সে। বায়না করে উঠেছিল ‌যন্ত্রচালিত দোলনা নৌকায়। মেয়েকে জয় রাইডে তুলে নীচেই দাঁড়িয়ে ছিলেন মা। তাঁর চোখের সামনেই ঘটে দুর্ঘটনা।

আরও পড়ুন - ফেসবুকে বেলাগাম, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অনুপমকে শোকজ তৃণমূলের

নৌকা ‌যখন প্রবল বেগে এপ্রান্ত থেকে ওপ্রান্তে দুলছে তখনই ছিটকে ‌যায় সমৃদ্ধি। নৌকা থেকে ছিটকে আছড়ে মাটিতে পড়ে সে। কপাল ফেটে রক্ত বেরোতে থাকে তার। তড়িঘড়ি সমৃদ্ধিকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে থেকে CMRI-এ স্থানান্তরিত করা হয়। সেখানেই সমৃদ্ধির চিকিত্‍সা চলছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ICU-তে চিকিৎসারত সমৃদ্ধি। তার কপালের হাড় ভেঙেছে। এখনও জ্ঞান ফেরেনি। চলন্ত দোলনা থেকে সমৃদ্ধি কীভাবে পড়ে গেল, তার তদন্ত শুরু করেছে দক্ষিণ বন্দর থানার পুলিস। দুর্ঘটনার পর শুক্রবার বন্ধ করে দেওয়া হয় মেলা। 

.