পুলিসকর্মীদের চিত্র প্রদর্শনী উদ্বোধন করলেন না যোগেন

বিতর্কের জেরের শেষ পর্যন্ত কলকাতা পুলিসের কর্মীদের আঁকা ছবির প্রদর্শনীর উদ্বোধন করলেন না যোগেন চৌধুরী। আজ সাত পুলিসকর্মীর আঁকা ছবির প্রদর্শনী শুরু হল। উপস্থিত ছিলেন শুভাপ্রসন্ন, সনাতন দিন্দা সহ ২০ জন শিল্পী। অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।

Updated By: Jan 7, 2013, 10:58 PM IST

বিতর্কের জেরের শেষ পর্যন্ত কলকাতা পুলিসের কর্মীদের আঁকা ছবির প্রদর্শনীর উদ্বোধন করলেন না যোগেন চৌধুরী। আজ সাত পুলিসকর্মীর আঁকা ছবির প্রদর্শনী শুরু হল। উপস্থিত ছিলেন শুভাপ্রসন্ন, সনাতন দিন্দা সহ ২০ জন শিল্পী। অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রথমে ঠিক হয় শিল্পী যোগেন চৌধুরীকে দিয়েই প্রদর্শনীর উদ্বোধন করানে হবে। শিল্পী যোগেন চৌধুরীকে নিয়েই বিতর্কের সূত্রপাত। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের জাল ছবি সংক্রান্ত মামলার এফআইআরে তাঁর নামে অভিযোগ রয়েছে। কলকাতা হাইকোর্টে পর্যন্ত মামলা হয়েছিল। শেষ পর্যন্ত রাজ্য গোয়েন্দা পুলিস বা সিআইডিকে তদন্তভার দেওয়া হয়েছে।
গোড়ায় এই অভিযোগ গুরুত্ব দিতে চাননি কলকাতা পুলিসের কর্তারা। তবে আজকের অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় মনে করা হচ্ছে সেই বিতর্কের জেরেই এমন সদ্ধান্ত নেওয়া হল।

.