জয়েন্ট এন্ট্রান্সের ফলে কলকাতাকে টেক্কা দিল জেলা

কলকাতাকে পিছনে ফেলে এবারের জয়েন্ট এন্ট্রান্সের ফলে জেলার জয়জয়কার। ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম কুড়ির মধ্যে জেলা থেকেই রয়েছেন ১২ জন। মেডিক্যালে ১৭ জনই জেলার পরীক্ষার্থী। ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল দুটি ক্ষেত্রেই মেধা তালিকায় প্রথম তিনজনই জেলার বাসিন্দা।

Updated By: May 17, 2012, 03:21 PM IST

কলকাতাকে পিছনে ফেলে এবারের জয়েন্ট এন্ট্রান্সের ফলে জেলার জয়জয়কার। ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম কুড়ির মধ্যে জেলা থেকেই রয়েছেন ১২ জন। মেডিক্যালে ১৭ জনই জেলার পরীক্ষার্থী। ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল দুটি ক্ষেত্রেই মেধা তালিকায় প্রথম তিনজনই জেলার বাসিন্দা।
এবারের জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম হয়েছেন বাঁকুড়ার দীপাঞ্জন কুণ্ডু। দ্বিতীয় হয়েছেন বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের শৌভিক চক্রবর্তী। তৃতীয় হয়েছেন ওই স্কুলেরই রাজা মাঝি। মেডিক্যালে প্রথম হয়েছেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে সুমন সাহা। দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষা নিকেতনের তথাগত শ্রীমানি। তৃতীয় হয়েছেন বারাকপুর গভমেন্ট হাইস্কুলের রাজর্ষি বেরা।
দুপুর ৩টে থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে৷ ওয়েবসাইগুলি হল

www.wbjeeb.in

results.banglarmukh.gov.in
www.calcuttatelephones.com
www.exametc.com
www.indiaresults.com
www.wbresults.co.in

ইঞ্জিনিয়ারিংয়ে কৃতীদের তালিকা
নাম স্কুল
১. দীপাঞ্জন কুণ্ডু, বাঁকুড়া ডিএভি পাবলিক স্কুল
২. ‍ শৌভিক চক্রবর্তী, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল
৩. রাজা মাঝি, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল
৪. সৌম্য স্যান্যাল, নবদ্বীপ ডিএভি পাবলিক স্কুল
৫. সন্দীপ সিনহা, দমদম সেন্ট জেমস স্কুল
৬. অর্ণব ঘোষ, জামসেদপুর ডিএভি স্কুল
৭. আদিত্য ভুতরা, হেরিটেজ স্কুল
৮. অর্ণব দত্ত, বসিরহাট হাই স্কুল
৯. কৌশিক চট্টোপাধ্যায়, গড়িয়া ইমানুয়্যাল মিশন
১০. শৈবাল দে, বাঁকুড়া জিলা স্কুল
১১. রাজর্ষি পাল, সাউথপয়েন্ট হাই স্কুল
১২. অভিষেক মণ্ডল, বুদ্ধাচার্য হাই স্কুল
১৩. অনুষা চৌধুরি, সল্টলেক স্কুল
১৪. রাতুল দাস, বিটি রোড গভর্নমেন্ট স্পনসর্ড হাই স্কুল
১৫. শুভম মাইতি, হেমশিলা হাই স্কুল
১৬. দীপঙ্কর হাইত, সল্টলেক স্কুল
১৭. পৃথ্বীশ মুখোপাধ্যায়, নবনালন্দা
১৮. অগ্নিভ সাহা , বিজেকে বিদ্যামন্দির
১৯. অরিত্র বেরা, মাহেশ হাই স্কুল
২০. দেবসৌম্য চক্রবর্তী, মেদিনীপুর কলেজিয়েট স্কুল
মেডিক্যালে কৃতীদের তালিকা
১. সুমন সাহা, বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল
২. তথাগত শ্রীমানি, বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন
৩. রাজর্ষি বেরা, বারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল
৪. অয়ন মুখোপাধ্যায়, যোধপুরপার্ক বয়েজ হাই স্কুল
৫. বিশাল কুণ্ডু, গঙ্গারামপুর হাই স্কুল
৬. বিনীত আগরওয়াল, সাউথপয়েন্ট হাই স্কুল
৭. অর্ণব মুখোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
৮. সম্বিত গোস্বামী, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম
৯. প্রীতম বিশ্বাস, কৃষ্ণনগর হাই স্কুল
১০. সৌরভ দাস, বিটি রোড গভর্নমেন্ট স্পনসর্ড হাই স্কুল
১১. বিশাল পাল, যোধপুরপার্ক বয়েজ স্কুল
১২. অভিষেক গর্গ, বাঁকুড়া জিলা স্কুল
১৩. অর্পণ সামন্ত, বর্ধমান সিএমএস হাই স্কুল
১৪. দেবরাজ সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
১৫. প্রণবানন্দ পাল, হুগলি বিজিবি ইন্সটিটিউশন
১৬. সৈকত বার, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম
১৭. অর্চি ঘাঁটি, দুর্গাপুর ডিএভি মডেল স্কুল
১৮. দেবময় ঘটক, আরামবাগ হাই স্কুল
১৯. পারমিতা রায়, আরামবাগ গার্লস হাই স্কুল
২০. অর্ণব আঢ্য, আরামবাগ হাই স্কুল

.