Jagdeep Dhankhar: ফের টুইট রাজ্যপালের, কন্সালটান্ট নিয়োগ নিয়ে তোপ মমতাকে

নির্বাচন প্রক্রিয়ায় অবহেলার কথা তুলে ধরেছেন তিনি

Updated By: Jan 8, 2022, 02:49 PM IST
Jagdeep Dhankhar: ফের টুইট রাজ্যপালের, কন্সালটান্ট নিয়োগ নিয়ে তোপ মমতাকে

নিজস্ব প্রতিবেদন: কন্সালটান্ট নিয়োগ নিয়ে এবার টুইট করে তোপ দাগলেন রাজ্যপাল। মমতা বন্দ্যপাধ্যায়কে উল্লেক করে তিনি টুইটে লিখেছেন কন্সালটান্ট দের নিয়োগ নিয়ে তথ্য চাওয়া হলেও এখনও সেই বিষয়ে কিছু জানায়নি রাজ্য। এবং তারপরেই স্বজন পোষণের অভিযোগ তুলেছেন তিনি।  

 

রাজ্যপাল জানিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া সংবিধানের ১৬ নম্বর ধারায় কৈফিয়তযোগ্য। এছাড়াও তিনি জানিয়েছেন যে অন্য কোনও কোনও তথ্য ছাড়াই শুধুমাত্র একটি পারসোনাল টেস্টের ভিত্তিতে এই কন্সালটান্টদের নিয়োগ অস্বচ্ছ। এই প্রক্রিয়ার এবং পদ্ধতির বিশদ বিবরণ দিতে ব্যর্থ মুখ্য সচিব এবং নির্বাচন প্রক্রিয়ায় অবহেলার কথা তুলে ধরেছেন তিনি।    

আরও পড়ুন: Rail Fare Hiked: ঘুরপথে বাড়ছে রেলের ভাড়া? যাত্রীদের এবার থেকে দিতে হবে 'এই' ফি

আরও পড়ুন: West Bengal Covid Update: রাজ্যে কিছু বিধিনিষেধে ছাড়! দেখে নিন কোথায় কী করতে পারবেন

এই বিষয়ে তৃণমূল নেতা শুখেন্দু শেখর রায় বলেছেন যে রাজ্যপাল একটি বিরাট প্রাসাদ দখল করে বসে আছেন। সেখান থেকে তিনি রাজনৈতিক বিবৃতি দিয়ে চলেছেন। এরপরেই তিনি অবিলম্বে রাজ্যপালকে বহিস্কারের দাবি তোলেন।  

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App  

.