কেন প্রবেশিকা নয়, প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত যাদবপুরে
অনেক রাত পর্যন্ত আটকে থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, রেজিস্ট্রার ও অন্যান্য কর্তারা।
নিজস্ব প্রতিবেদন: চাপের মুখে স্নাতক স্তরে প্রবেশিকা প্রত্যাহার করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুধবার রাতভর চলে বিক্ষোভ। অনেক রাত পর্যন্ত আটকে থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, রেজিস্ট্রার ও অন্যান্য কর্তারা।
স্নাতক স্তরে কলাবিভাগে প্রবেশিকা নেওয়ার প্রশ্নে একবার ৪৪ ঘণ্টা ধর্না, বিক্ষোভ হয়ে গিয়েছে। বুধবার থেকে আবারও শুরু হল সেই বিক্ষোভ। প্রথমটায় পড়ুয়াদের দাবি মেনে নিলেও পরে ইউ টার্ন নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই এবার যাদবপুরে ভর্তি
কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, এ বছর কলা বিভাগের ছ’টি বিষয়ের প্রবেশিকা পরীক্ষা হচ্ছে না। নম্বরের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। কর্মসমিতির বৈঠকে প্রবেশিকা প্রত্যাহারের সিদ্ধান্ত হওয়ার পরই উত্তাল হয় ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
আরও পড়ুন: স্বামীর মোবাইলের গ্যালারিতে চোখ যেতেই থ স্ত্রী! পরিণতি মর্মান্তিক...
ক্ষোভে ফেটে পড়েন পড়ুযারা। সিদ্ধান্তের বিরোধিতা করে উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘেরাও করেন তাঁরা। রাতভর চলে ঘেরাও। এখনও উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘেরাও করে রেখেছেন ছাত্রছাত্রীরা। বুধবার রাতে বৈঠক করেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েত করবেন তাঁরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের জমায়েতে থাকবেন প্রাক্তনীরাও। ছাত্রছাত্রীদের সাফ কথা, সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।