কাল থেকে রেলে সওয়ার হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

রেলে সওয়ার এবার প্রেসিডেন্সি। আইআরসিটিসির (IRCTC) হাত ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে খুলতে চলেছে নতুন ক্যান্টিন। আগামী কালই উদ্বোধন। কিন্তু হঠাত্‍ রেলওয়ে ক্যাটারিং কেন? ওয়াকিবহল মহলের দাবি ,বেসরকারি সংস্থার হাতে এক ক্যাফেটেরিয়ার ভার দিয়ে আগেই পস্তাতে হয়েছে কর্তৃপক্ষকে। তাই এবার আইআরসিটিতেই ভরসা রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Updated By: Dec 12, 2013, 04:51 PM IST

রেলে সওয়ার এবার প্রেসিডেন্সি। আইআরসিটিসির (IRCTC) হাত ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে খুলতে চলেছে নতুন ক্যান্টিন। আগামী কালই উদ্বোধন। কিন্তু হঠাত্‍ রেলওয়ে ক্যাটারিং কেন? ওয়াকিবহল মহলের দাবি ,বেসরকারি সংস্থার হাতে এক ক্যাফেটেরিয়ার ভার দিয়ে আগেই পস্তাতে হয়েছে কর্তৃপক্ষকে। তাই এবার আইআরসিটিতেই ভরসা রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদেশের অধ্যাপক , বিদেশের আদব কায়দা, বিদেশের পড়াশুনার ধরণ, তার সঙ্গে তাল মেলাতে কয়েকমাস আগেই প্রেসিডেন্সিতে খুলেছিল এক ক্যাফেটেরিয়া। কিন্তু বহুজাতিক সংস্থার পরিচালনায় সেই ক্যাফেটেরিয়া ঘিরে শুরু থেকেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে। এমনকি এক সময় ছাত্রছাত্রীদের চলছে না চলবে না -র কবলে পড়ে ঝাঁপ হয়ে যায় ক্যাফেটেরিয়ার। আধুনিকতার ছোঁয়া লাগানো কেতাদরুস্ত ক্যান্টিন এবার ফের খুলতে চলেছে প্রেসিডেন্সিতে। তবে এবার আর বহুজাতিক সংস্থা নয়, এক্কেবারে খাস রেলওয়ে কেটারিং-এর পরিচালনায় অভিজ্ঞ আরসিটিসির ডাক পড়েছে বিশ্ববিদ্যালয়ে।

নাম দেওয়া হয়েছে `এইট্টি সিক্স` (86)। ঝকঝকে চকচকে রূপ নিয়ে -86- শুক্রবার থেকেই শুরু করছে তার পথ চলা। ঠিকানার সঙ্গে মিলিয়ে নাম এইট্টি সিক্স হলেও আশি বছরের বুড়ি নয়, আধুনিকা নারী হয়েই আধুনিক প্রেসিডেন্সির অঙ্গ হয়ে এগোতে চাইছে নতুন এই ক্যান্টিন।

.