৯ আসনের বিমান পরিষেবা রাজ্যে। উড়বে কলকাতা-কোচবিহার-বাগডোগরা-অন্ডালের আকাশে।
এবার কলকাতা-কোচবিহার-বাগডোগরা অন্ডাল পৌঁছে যাবেন একদিনে। খুব তাড়াতাড়ি নয় সিটের এই ছোট বিমান পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। যাতায়াত খরচও তেমন বেশি নয়।
কলকাতা: এবার কলকাতা-কোচবিহার-বাগডোগরা অন্ডাল পৌঁছে যাবেন একদিনে। খুব তাড়াতাড়ি নয় সিটের এই ছোট বিমান পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। যাতায়াত খরচও তেমন বেশি নয়।
রাজ্য সরকার ও বিএপিএলের উদ্যোগে এই পরিষেবা চালু হচ্ছে। দুটি ধাপে চালু হবে উড়ান পরিষেবা।
প্রথম ধাপে
উড়ান কলকাতা থেকে যাবে কোচবিহার ,কোচবিহার থেকে বাগডোগরা,বাগডোগরা থেকে ফের কলকাতা
দ্বিতীয় ধাপে
কলকাতা থেকে অন্ডাল, অন্ডাল থেকে কোচবিহার, কোচবিহার থেকে বাগডোগরা, বাগডোগরা থেকে ফের কলকাতা ফিরবে উড়ান প্রথমদিকে সপ্তাহে চারদিন এই পরিষেবা চালু হবে।খুব কম খরচেই এই উড়ান পরিষেবা পাবেন যাত্রীরা। শিল্পপতিরাও এই পরিষেবা থেকে উপকৃত হবেন বলে মনে করছেন উদ্যোক্তারা।