এসইজেড ছাড়াই রাজারহাটে জমি নেবে ইনফোসিস

এসইজেড নিয়ে দীর্ঘ টালবাহনার পর শেষ পর্যন্ত রাজারহাটে জমি নিতে সম্মত হল ইনফোসিস। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনকে চিঠি দিয়ে রাজারহাটের জমির দখল নিতে চাইলেন ইনফোসিস কর্তা।

Updated By: Sep 4, 2012, 11:44 PM IST

এসইজেড নিয়ে দীর্ঘ টালবাহনার পর শেষ পর্যন্ত রাজারহাটে জমি নিতে সম্মত হল ইনফোসিস। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনকে চিঠি দিয়ে রাজারহাটের জমির দখল নিতে চাইলেন ইনফোসিস কর্তা।
বাম আমলে এসইজেডের জন্য ইনফোসিসকে ৫০ একর জমি দেওয়া হয়েছিল। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর এসইজেড নিয়ে আপত্তি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যা মেটাতে ইনফোসিসের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তাতেও জট কাটেনি।  শেষ পর্যন্ত, এসইজেড ছা়ডাই জমি নিতে সম্মত হল ইনফোসিস। বৃহস্পতিবার এনিয়ে বেঙ্গালুরুতে ইনফোসিস কর্তার সঙ্গে বৈঠকে বসবেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

.