রেকর্ড সংখ্যাক আসন নিয়ে ফের ক্ষমতায় আসছে তৃণমূল, জানাল ইন্ডিয়া টুডে-এর সমীক্ষা
অবিশ্বাস্য সাফল্যের পথে তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া যৌথ- এক্সিট পোল বলছে, রাজ্যের শাসক দল ভারী সংখ্যা নিয়ে ক্ষমতায় আসছে। এই চ্যানেলের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস ২৩৩ থেকে ২৫৩টি আসন জিততে চলেছে।
ওয়েব ডেস্ক: অবিশ্বাস্য সাফল্যের পথে তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া যৌথ- এক্সিট পোল বলছে, রাজ্যের শাসক দল ভারী সংখ্যা নিয়ে ক্ষমতায় আসছে। এই চ্যানেলের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস ২৩৩ থেকে ২৫৩টি আসন জিততে চলেছে।
বামফ্রন্ট,কংগ্রেস জোট পেতে চলেছে ৩৮ থেকে ৫১টি আসন। বিজেপি ১টি থেকে ৫টি আসন পেতে পারে। সমীক্ষার ফল বলার পর চমকে যান অ্যাঙ্কর তথা সাংবাদিক রাজদীপ সারদেশাই স্বয়ং। অনুষ্ঠানে উপস্থিত বাম সমর্থকরা এই সমীক্ষাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।
এক নজরে রাজ্যের ২৯৪টি কেন্দ্রের এক্সিট পোল
তৃণমূল-২৩৩ থেকে ২৫৩
জোট- ৩৮ থেকে ৫১
বিজেপি-১ থেকে ৫
অন্যান্য-২ থেকে ৫