একুশে বাংলায় রাজ করবে বিজেপি সরকার, ধর্মতলার জনসভা থেকে বার্তা অমিতের

সব মিলিয়ে জনসভায় ঠিক কোন রণনীতি তৈরি করেন বিজেপি সে দিকেই তাকিয়ে সকলে। 

Updated By: Mar 1, 2020, 03:19 PM IST
একুশে বাংলায় রাজ করবে বিজেপি সরকার, ধর্মতলার জনসভা থেকে বার্তা অমিতের

নিজস্ব প্রতিবেদন: শহরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজারহাটে NSG ভবন উদ্বোধন সেরে এরপর ধর্মতলার শহিদমিনারের জনসভায় পৌঁছছেন তিনি। সভাস্থলে উপস্থিত রয়েছেন, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়-সহ বিজেপির শীর্ষ নেতারা। গেরুয়া শিবিরের নজরে একুশের বিধানসভা। ভোট প্রচারের সুর বাঁধতেই আজ শহরে অমিত শাহ। সংশোধিত নাগরিকত্ব আইনকে ঘিরে হিংসার আগুনে রক্তাক্ত হয়েছে দেশের রাজধানী। আঁচ পড়েছে এ রাজ্যেও। আজ নজর থাকছে সেদিকেও। সিএএ-র সমর্থনেও কলকাতায় প্রচার করবেন অমিত শাহ। সব মিলিয়ে জনসভায় ঠিক কোন রণনীতি তৈরি করেন বিজেপি সে দিকেই তাকিয়ে সকলে। 

উল্লেখ্য, ছুটির রবিতে ফের গো ব্যাক স্লোগানে সরগরম হয়েছে শহর। কালো পতাকা বেলুন নিয়ে বিমানবন্দর, ধর্মতলা-সহ রুটজুড়ে বিক্ষোভে  বামকংগ্রেস  ছাত্রযুবরা। পার্কসার্কাস, কলেজ স্কোয়ারেও ধিক্কার মিছিল বের হয়।

জনসভা থেকে বার্তা অমিত শাহ-র

লাখ শরনার্থীকে নাগরিকত্বের সম্মান দিয়েছে মোদী। 

২০২১-এর বিধানসভা ভোটে বাংলায়  দুই তৃতীয়ংশ সংখ্যাগরিষ্ঠাতা নিয়ে সরকার গড়বে বিজেপি। লোকসভা ভোট থেকে  বিজেপির যে জয়যাত্রা শুরু হয়েছে, তা চলতেই থাকবে। আসন্ন বিধানসভাতেই বামলায় বিজেপি সরকার রাজ হবে।

মমতা দিদি বাংলার মানুষ আপনাকে চিনে নিয়েছে।

বাংলায় সৈরাচারি শাসন অবসানের জন্য লড়াই চলছে।

বাংলা আর অন্যায় সহ্য করবে না।

শ্রীরামচন্দ্র, রামকৃষ্ণ, সুভাষচন্দ্রের মাটিকে প্রণাম। 

কোনও শাহজাদা বাংলার মুখ্যমন্ত্রী হবেন না।

সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। নেওয়ার নয়।

মমতা দিদির অন্যায়ের বিরুদ্ধেই আজ জনসভা।

বাংলার মানুষ বলছে আর নয় অন্যায়।

রাম মন্দির তৈরির কাঁটা ছিলেন মমতা।

শরণার্থীদের ভয় দেখানো হচ্ছে। বিভিন্ন জায়গায় যেতে বলা হচ্ছে। আমি বলছি, কোত্থাও যেতে হবে না। যাঁরা উদবাস্তু তাঁদের নাগরিকত্ব দেবে বিজেপি।

লোকসভায় ১৮টি আসন দেওয়ার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ। 

বাংলার বেশিরভাগ মানুষই দারিদ্রসীমার নিচে। কৃষকরা প্রাপ্য পায় না।

বিজেপির হাতে বাংলা দিয়ে দাও, সোনার বাংলা বানিয়ে দেখিয়ে দেব। 

বাংলায় ভ্রষ্টাচার ছড়িয়ে আছে। 

কেন্দ্রীয় সরকার রাজ্যর জন্য যেই টাকা বরাদ্দ করেছে তা দিয়ে রাজ্য সরকারের ভ্রষ্টাচারের উৎসব চলছে। 

৯৭২৭২৯৪২৯৪ নম্বরে মিসডকল দিয়েই 'আর নয় অন্যায়' অভিযানের সঙ্গে জুড়বে সাধারণ মানুষ। সবাই এই নম্বর ডায়েল করুন। এই নম্বরই শরণার্থীদের নাগরিকত্ব দেবে।
এই নম্বরই সোনার বাংলা তৈরি করবে।

.