Kolkata Metro: মেট্রো রেলের টোকেন পেলেন না স্বয়ং মা দুর্গা!

ঠিক ছিল ট্রেন, বাস, নৌকা, ডুলি-- দেবীকে আনার জন্য আগে-আগে সবই তো ব্যবহৃত হয়েছে, এবার মা আসবেন মেট্রোরেলে।

Updated By: Jul 3, 2022, 07:21 PM IST
Kolkata Metro: মেট্রো রেলের টোকেন পেলেন না স্বয়ং মা দুর্গা!

কমলাক্ষ ভট্টাচার্য: মেট্রো রেলের টোকেন পেলেন না মা দুর্গা। তাঁর স্মার্টকার্ডও নেই। অগত্যা মারুতি ভ্যানেই পাড়ায় এলেন দশভুজা। তারপর হলেন ঘোড়সওয়ার। রুট বদলে অবশেষে খুঁটি পুজোর প্রধান আকর্ষণ হয়ে উঠল দু'ফুটের দেবী মূর্তি।

আসলে আজ, রবিবার ছিল কুঁদঘাট প্রগতি সংঘের দুর্গাপুজোর খুঁটি পুজো। উদ্যোক্তারা ভেবেছিলেন চমক দেবেন। কিন্তু হল উল্টো।

ঠিক ছিল ট্রেন, বাস, নৌকা, ডুলি-- দেবীকে আনার জন্য আগে-আগে সবই তো ব্যবহৃত হয়েছে, এবার মা আসবেন মেট্রোরেলে। মেট্রো সওয়ারি দেবীর আশীর্বাদে পুজোর শুরুয়াতটাই হবে দারুণ চমকদার! সেইমতো মারুতি ভ্যানে মাস্টারদা সূর্য সেন স্টেশনে পৌঁছলেন দেবী। এরপর টোকেন কেটে পরের স্টেশন নেতাজীতে নেমে পড়ার কথা ছিল। 

কিন্তু বাদ সাধলেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোয় মূর্তি পরিবহণ নৈব নৈব চ। ক্লাবের তরফে অনুরোধ, উপরোধ, হাত ধরাধরি কিছুই বাকি রইল না। এমনকি উপরমহলে করা হল ফোনও। কিন্তু এত করেও জুটল না অনুমতি। শেষে ফের সেই মারুতি চেপেই দেবী এলেন পাড়ায়। এরপর হল সাড়ম্বর শোভাযাত্রা। ঘোড়ায় টানা রথ, ঢাক-ঢোল সহযোগে প্রগতি সংঘের মাঠে পৌঁছলেন দেবী। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: July 21 Shahid Divas: এবার ২১ জুলাইয়ের রক্তমাখা ইতিহাস নিয়ে ফিল্ম বানাবে তৃণমূল

.