বেআইনি টোটোকে নিয়মে বেঁধে বৈধতা দেওয়ার কথা ভাবছে রাজ্য

বেআইনি টোটোকে নিয়মে বেঁধে আইনি বৈধতা দেওয়ার কথা ভাবছে রাজ্য। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে পরিবহণ দফতর। ১৩ মে বিভিন্ন জেলার RTO-র সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন পরিবহণ দফতরের কর্তারা। জেলায় কত টোটো চলছে?

Updated By: May 9, 2016, 05:42 PM IST
বেআইনি টোটোকে নিয়মে বেঁধে বৈধতা দেওয়ার কথা ভাবছে রাজ্য

ওয়েব ডেস্ক: বেআইনি টোটোকে নিয়মে বেঁধে আইনি বৈধতা দেওয়ার কথা ভাবছে রাজ্য। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে পরিবহণ দফতর। ১৩ মে বিভিন্ন জেলার RTO-র সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন পরিবহণ দফতরের কর্তারা। জেলায় কত টোটো চলছে? কার পারমিট আছে কার নেই? এসবই সেখানে জানতে চাওয়া হবে। টোটো ডিলারদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছে পরিবহণ দফতর। টোটো সমস্যা সমাধানে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক ও সেন্ট্রাল ইন্সস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্টকে চিঠি দিচ্ছে রাজ্য সরকার। বেআইনি টোটোর দৌরাত্ম্য বন্ধে গত শুক্রবার একটি উচ্চ-পর্যায়ের কমিটি গড়ে দেয় কলকাতা হাইকোর্ট। ১০ জুন এই কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এরপরই টোটো নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।

.