মাস্ক না পরে বেরোলে জরিমানার পর মাঝরাস্তা থেকে ফেরত পাঠানো হবে বাড়ি! নির্দেশ নবান্নর

দেখা যাচ্ছে অনেকেরই মাস্ক আদতে ঝুলছে চোয়ালে বা গলায়। কারও বা কান থেকে দোল খাচ্ছে মাস্ক। নাক-মুখ সেই খোলাই।

Reported By: সুতপা সেন | Updated By: Jul 3, 2020, 01:59 PM IST
মাস্ক না পরে বেরোলে জরিমানার পর মাঝরাস্তা থেকে ফেরত পাঠানো হবে বাড়ি! নির্দেশ নবান্নর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মাস্ক নিয়ে আরও কড়া রাজ্য। রাস্তায় মাস্ক না পরে বেরোলে জরিমানার পাশাপাশি বাড়ি ফেরত পাঠানো হবে। নির্দেশ স্বরাষ্ট্র সচিবের।
 গলায়, চিবুকে মাস্ক লাগিয়ে সাইকেল, মোটরসাইকেল, গাড়িতে কিংবা হেঁটেই ঘুরছেন, এমন দৃশ্য আখছার দেখা যাচ্ছে রাস্তায়। এবার থেকে জরিমানা নয়, সরাসরি কোর্ট-কেস দেবে পুলিস! সেটা ঘোষণা করে দিয়েছিল সরকার। করোনার জেরে মাস্ক পরা বাধ্যতামূলক। নিয়ম মেনে মাস্কও পরছেন অনেকেই। কিন্তু দেখা যাচ্ছে অনেকেরই মাস্ক আদতে ঝুলছে চোয়ালে বা গলায়। কারও বা কান থেকে দোল খাচ্ছে মাস্ক। নাক-মুখ সেই খোলাই।
আসলে এবার থেকে ধরা পড়লে পুলিসকর্মীর কাছে শ্বাসের অসুবিধা বা গরম লাগায় মাস্ক ঠিকভাবে না পরার অজুহাত দিলে তা মোটেও ধোপে টিকবে না। জরিমানা নয়, সরাসরি কেস। এমনই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিস। সশরীরে আদালতে গিয়ে নিজে ব্যাখ্যা করতে হবে মাস্ক ঠিকভাবে না পরার কারণ।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় হাইড্রোক্সিক্লোরকুইন বিলি করছে কলকাতা পুরসভা, আর তা ঘিরেই বিস্ফোরক অভিযোগ!...

শুধু তাই নয়, এবার মাস্ক না পরে বেরোলে জরিমানা করার পর মাঝরাস্তা থেকে সোজা বাড়ি ফেরত পাঠানো হবে বলেও স্বরাষ্ট্রসচিবের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

 

.