Mamata Banerjee, BGBS: 'বুলডোজ নয়, ট্রাস্ট, টেকনোলজি, টিম ওয়ার্কে'ই বিশ্ব বাংলার 'স্বপ্ন ফেরি' মমতার

আগামী বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) হবে ১-৩ ফেব্রুয়ারি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Updated By: Apr 21, 2022, 03:07 PM IST
Mamata Banerjee, BGBS: 'বুলডোজ নয়, ট্রাস্ট, টেকনোলজি, টিম ওয়ার্কে'ই বিশ্ব বাংলার 'স্বপ্ন ফেরি' মমতার

নিজস্ব প্রতিবেদন: "আমরা বুলডোজ করতে চাই না। আমরা মানুষে মানুষে বিভেদ চাই না। আমি চাই সবাই এক সঙ্গে থাকুক।" বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2022) মঞ্চ থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। একই সঙ্গে তিনি ঘোষণা করলেন, আগামী বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) হবে পয়লা ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

BGBS-এর মঞ্চে মুখ্যমন্ত্রীর বার্তা:

  • -৪২ টি দেশ থেকে ৪৩০০ জন প্রতিনিধি এসেছেন।
  • -এবার ১৩৭টি মৌ স্বাক্ষর হয়েছে।
  • -দু'দিনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।
  • -ক্ষুদ্র ও কুটির শিল্পে রাজ্যে ১.৩৬ কোটি কর্মসংস্থান হয়েছে।
  • -শুধু BGBS-এর মাধ্যমে গত কয়েক বছরে এ রাজ্যে ৪০ লক্ষ কর্মসংস্থান হয়েছে।
  • -রাজ্যে দেউচা পাচামি হচ্ছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খাদান।
  • -আমি ট্রাস্ট, টেকনোলজি ও টিম ওয়ার্কে বিশ্বাস করি।
  • -আগামী দশ বছরে বাংলা এমন জায়গায় পৌঁছে দিতে চাই, যেখানে বাংলাকে কেউ ধরতে পারবে না।
  • -বিদেশি প্রতিনিধিদের বলব, দুর্গাপুজোর সময় আসুন। দেখে যান। শুধু দুর্গাপুজোকে কেন্দ্র করে ৩০ হাজার কোটি টাকার ব্যবসা হয়।
  • -আমি আপনাদের আশ্বস্ত করছি, এখানে আসুন, বাংলার জন্য ভাবুন, বাংলায় বিনিয়োগ করুন। বাংলা আপনাকে প্রতিদান দেবে, এটা আমি নিশ্চিত।
  • -যদি স্থায়িত্ব চান, তাহলে বাংলায় তা রয়েছে।
  • -শুধু কলকাতার জন্য নয়, রাজ্যের বিভিন্ন জেলার জন্য অনেক প্রকল্প এসেছে। জেলার বণিক সভাগুলোকে ধন্যবাদ জানাই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.