প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল
প্রকাশিত হল এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। গতবারের তুলনায় কিঞ্চিৎ কমল পাশের হার। এবছর ৭৭.৩৫%। গত বার ছিল ৭৭.৮৮%। এবছর মোট পরীক্ষার্থী ছিলেন ৭, ৭১, ৩৬০ জন। সফল পরীক্ষার্থী ৫, ৬৮, ০১৫ জন। পাশের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে (৮৬.৫৭%), এরপর কলকাতা( ৮৬.০১%), হুগলি (৮২.৯০%)। ছাত্রদের পাশের হার ৭৯.৪৪% ও ছাত্রীদের পাশের হার ৭৫.০৮%।
প্রকাশিত হল এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। গতবারের তুলনায় কিঞ্চিৎ কমল পাশের হার। এবছর ৭৭.৩৫%। গত বার ছিল ৭৭.৮৮%। এবছর মোট পরীক্ষার্থী ছিলেন ৭, ৭১, ৩৬০ জন। সফল পরীক্ষার্থী ৫, ৬৮, ০১৫ জন। পাশের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে (৮৬.৫৭%), এরপর কলকাতা( ৮৬.০১%), হুগলি (৮২.৯০%)। ছাত্রদের পাশের হার ৭৯.৪৪% ও ছাত্রীদের পাশের হার ৭৫.০৮%।
৬০-৬৯% পেয়েছেন ৬৩,৪২৭ জন
৭০-৭৯% পেয়েছেন ২৭,২৯১ জন
৮০-৮৯% পেয়েছেন ১০, ০৭৯ জন
৯০-১০০% পেয়েছেন ৪৩৩ জন
যে ছাত্র-ছাত্রীরা জয়েন্ট পরীক্ষা দিয়েছিলেন তাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের রিভিউয়ের আবেদন করতে পারবেন অনলাইনে। আজ রাত ১২টা থেকে ৮ তারিখ রাত ১২টা পর্যন্ত জমা নেওয়া হবে এই বছরের রিভিউয়ের অনলাইন আবেদন। চলতি মাসের ২৩ থেকে ২৫ তারিখে মধ্যে রিভিউয়ের ফল প্রকাশিত হবে।
এবছরের সম্ভাব্য মেধাতালিকা,
প্রথম,বাঁকুড়ার সিমলাপাল মদনমোহন হাই স্কুলের ছাত্র রামানুজ সিংহ মহাপাত্র (৪৭৭)
দ্বিতীয়, বীরভূম জিলা স্কুলের দ্যুতিদীপ্ত রানু (৪৭৪)
তৃতীয়, কলকাতা পাঠভবনের শ্রীজা ভট্টাচার্য (৪৭২)
চতুর্থ , বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের দিশা মুখার্জি (৪৭০)
পঞ্চম, আসানসোল কলেজিয়াট স্কুলের অভিষেক চ্যাটার্জি (৪৬৯)
বেলা ১১টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটের মাধ্যমেও বেলা এগারোটা থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটে প্রতি বিষয়ের গ্রেড জানার পাশাপাশি, প্রাপ্ত নম্বরও জানতে পারবেন ছাত্রছাত্রীরা। এছাড়াও ওয়েবসাইটে দেওয়া থাকবে পার্সেনটাইল হিসেব।
লিখিত পরীক্ষা শুরু হয় ১৪ মার্চ এবং শেষ হয় ৭ এপ্রিল। সোমবার সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ওয়েবসাইটের মাধ্যমেও বেলা ১১টা থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। যেসব ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে, সেগুলি হল--
www. wbchse.nic.in
www. wbresults.nic.in
www. results. banglarmukh.gov.in
www. indiaresults.com
www. examresults.net
www. calcuttatelephones.com
এবছর ওয়েবসাইটে প্রতি বিষয়ের গ্রেড জানার পাশাপাশি, প্রাপ্ত নম্বরও জানতে পারবেন ছাত্রছাত্রীরা। এছাড়াও ওয়েবসাইটে দেওয়া থাকবে পার্সেনটাইল হিসেব। অর্থাত্ একজন ছাত্র বা ছাত্রী জানতে পারবেন, তার প্রাপ্ত নম্বরের থেকে বেশি নম্বর কত ছাত্রছাত্রী পেয়েছেন।
ওয়েবসাইটের পাশপাশি এস এম এসের মাধ্যমেও ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। সেক্ষেত্রে ডব্লু বি ওয়ান টু লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিয়ে তা পাঠিয়ে দিতে হবে
54242
56767999
5676750
56263
এছাড়়া এবছর থেকে www. exametc.com এই ওয়েবসাইটে আগে থেকে রোল নম্বর ও মোবাইল নম্বর নথিভুক্ত করিয়ে রাখলে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে মোবাইলে তা জানতে পারবেন ছাত্রছাত্রীরা ।
প্রথম ১০০ জনের মেধা তালিকা প্রকাশ করল সংসদ। পরীক্ষা শেষ হওয়ার ৬৯দিনের মধ্যে ফল প্রকাশ করল সংসদ। সকাল দশটা থেকে বিভিন্ন ক্যাম্প অফিসে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট ও অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হচ্ছে। ফলে ফল প্রকাশের দিনই মার্কশিট হাতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।