উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস
প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা।
Updated By: Dec 5, 2011, 08:22 PM IST
প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা। সব বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষাই আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। আগামী ৪ জানুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সূচি ভেঙে কাটোয়ার কোশিগ্রাম ইউনিয়ন হাইস্কুলে আগেই পরীক্ষা হয়ে যায়। ৩০ নভেম্বর ওই স্কুলে ভূগোলের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়। আর তাতেই ফাঁস হয়ে যায় ভূগোল প্র্যাকটিক্যালের প্রশ্ন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ নিয়ে ভুল বোঝাবুঝিতেই এমন ঘটনা ঘটেছে। সংসদ জানিয়েছে, পরে প্র্যাকটিক্যাল পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হবে।