HS Examination: আচমকাই অসুস্থ, স্কুলের সহযোগিতায় হাসপাতালে বসেই পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর
সবার সহযোগিতায় শিল্পা ধারা নামে ওই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলে। তবে ওই ছাত্রীটি জানায়, সে পরীক্ষা দেবেই। ছাত্রীটির এই অদম্য জেদ দেখে, সাহায্যের হাত বাড়িয়ে দেন সকলে
রণয় তিওয়ারি: শনিবার ঘড়ির কাঁটায় তখন ১১টা ৪৫ মিনিট, কেমিস্ট্রি পরীক্ষা চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়ল উচ্চমাধ্যিক পরীক্ষার্থী শিলপা ধারা। নৃপেন্দ্রনাথ স্কুলের ওই ছাত্রীর সিট পড়েছিল বাঁশদ্রনির কাছে খানপুর নির্মলাবালা গার্লস হাইস্কুলে।
আরও পড়ুন- রাজ্যের উপরে নিম্নচাপ অক্ষরেখা, আজ ও কাল বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের এইসব জেলায়
ছাত্রীটি অসুস্থ হয়ে যাওয়ার পরই স্কুলের প্রধান শিক্ষিকা কেয়া চক্রবর্তী, তড়িঘড়ি যোগাযোগ করেন ছাত্রীটির পরিবারের সদস্যদের সঙ্গে।
এমনকি বিষয়েটা জানানো হয় নৃপেন্দ্রনাথ স্কুলেও। এরপরই তিনি খবর দেন ৯৮ নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অরূপ চক্রবর্তী কেও।
সবার সহযোগিতায় শিল্পা ধারা নামে ওই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলে।
তবে ওই ছাত্রীটি জানায়, সে পরীক্ষা দেবেই। ছাত্রীটির এই অদম্য জেদ দেখে, সাহায্যের হাত বাড়িয়ে দেন সকলে।
হাসপাতালেই ব্যাবস্থা করা হয় পরীক্ষার।
হাসপাতালের সুপার জানান, ওই ছাত্রীটি এখন সুস্থ রয়েছে। বেডে বসেই পরীক্ষা দিয়েছে। ছাত্রীটির মা, জি ২৪ ঘণ্টাকে জানান, মেয়ের নার্ভের প্রবলেম রয়েছে। পরীক্ষা চলাকালীন সে অসুস্থ হয়ে পড়েছিল। তবে সবাই এগিয়ে আসাতেই ছাত্রীটি পরীক্ষা দিতে পেরেছে।