হাত-পা বেঁধে মুখে সেলোটেপ আটকে ঝুলিয়ে দেওয়া হল গৃহবধূকে, মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়

শুক্রবার সকালে সকালে বাড়ি থেকে খুশবুর  ঝুলন্ত দেহ উদ্ধার করে বাগুইহাটি থানার পুলিস।

Updated By: Apr 19, 2019, 04:21 PM IST
হাত-পা বেঁধে মুখে সেলোটেপ আটকে ঝুলিয়ে দেওয়া হল গৃহবধূকে, মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিবেদন: রহস্যজনক মৃত্যু হল গৃহবধূর। পেশায় আইটি কর্মী ছিলেন বছর ২৮-এর খুসবু কুমারী। শুক্রবার হাত-পা বাঁধা ও মুখে সেলোটেপ আটকানো অবস্থায় তাঁ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিস। ঘটনাটি ঘটেছে কেষ্টপুরে। এদিন এ সি-১৬৬নম্বর বাড়ির তিনতলা থেকে উদ্ধার হয় তাঁর মৃত দেহ। 

আরও পড়ুন: তল্লাসিতে পাকড়াও ডাকাত দল, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র

সূত্রের খবর, মৃতার স্বামী  বিবেক কুমার পেশায় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারি অধ্যাপক। বছর খানেক ধরে স্বামীর সঙ্গে কেষ্টপুরের বহুতলে ভাড়া থাকতেন খুশবু কুমারী। শুক্রবার সকালে সকালে বাড়ি থেকে খুশবুর  ঝুলন্ত দেহ উদ্ধার করে বাগুইহাটি থানার পুলিস। মৃতার স্বামী জানায় এদি খানিক্ষণ আগেই ফোনে কথা হয়েছিল তাঁর স্ত্রী-এর সঙ্গে। পাশাপাশি বিবেক কুমার এও জানান, এদিন ভেতর থেকে দরজা বন্ধ করা থাকলেও বাইরে একটি চাবি ঝুলছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু-মাস আগে এডুকেশন লোন নিয়েছিলেন খুশবু। সেই টাকার মেটানো নিয়ে স্বামী বিবেক কুমারের সঙ্গে বেশ কিছুদিন ধরে তাঁর ঝামেলা চলছিল। আজ সকালেও ফোনে ঝামেলা হয়। আপাতত বিবেক কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বাগুইআটি থানার পুলিস। কে বা কারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

 

Tags:
.