পুজোয় সারারাত চলবে সরকারী বাস, ছুটি বাতিল চালক-কনডাক্টরদের
পুজোর দিনগুলিতে সকাল পাঁচটা থেকে রাত তিনটে পর্যন্ত মিলবে সরকারি বাস পরিষেবা। সেজন্য বাসচালক ও কনডাক্টরদের ছুটি বাতিল করল পরিবহণ দফতর। পুজোর দিনগুলিতে রাস্তায় নামানো হবে এসি ও নন-এসি মিলিয়ে নশোটি বাস।
ওয়েব ডেস্ক: পুজোর দিনগুলিতে সকাল পাঁচটা থেকে রাত তিনটে পর্যন্ত মিলবে সরকারি বাস পরিষেবা। সেজন্য বাসচালক ও কনডাক্টরদের ছুটি বাতিল করল পরিবহণ দফতর। পুজোর দিনগুলিতে রাস্তায় নামানো হবে এসি ও নন-এসি মিলিয়ে নশোটি বাস।
বাসচালক ও কনডাক্টরদের শিফট হবে সকাল পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত এবং পরের শিফট হবে দুপুর একটা থেকে রাত তিনটে পর্যন্ত। পরিবহণ দফতরের আশা, এভাবেই বাড়তি দর্শনার্থীদের চাপ সামলানো সম্ভব হবে।
এদিকে, পুজোর বাকি মাত্র ৫দিন। অথচ, এখনও বোনাস বা অগ্রিম পাননি রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এক্সগ্রাশিয়া পাননি অবসরপ্রাপ্ত কর্মীরাও। দেড়মাস আগে অর্থমন্ত্রীর ঘোষণার পরও কেন মিলল না বোনাস? ক্ষোভ উগরে দিচ্ছেন কর্মীরা।