রাস্তা বন্ধ করে পুজোর নামে গুণ্ডামি করেন রাজ্যের নেতা মন্ত্রীরা, কটাক্ষ হাইকোর্টের

পুজোর অনুমোদন নিয়ে রাজ্যকে তীব্র ভর্তসনা করল হাই কোর্ট। আজ এক মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, রাস্তা বন্ধ করে পুজো করে রাজ্যের কিছু নেতা- মন্ত্রী গুণ্ডামি করে। রাজ্য সরকার তাতে ইন্ধন দেয়।

Updated By: Sep 17, 2013, 02:48 PM IST

পুজোর অনুমোদন নিয়ে রাজ্যকে তীব্র ভর্তসনা করল হাই কোর্ট। আজ এক মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, রাস্তা বন্ধ করে পুজো করে রাজ্যের কিছু নেতা- মন্ত্রী গুণ্ডামি করে। রাজ্য সরকার তাতে ইন্ধন দেয়।
দুর্বার মহিলা সমন্বয় কমিটি পুজোর অনুমোদন পাওয়া নিয়ে হাই কোর্টে মামলা করে। সেই মামলার শুনাতিই আজ এই মন্তব্য করেন বিচারপতি। একইসঙ্গে  রাস্তা বন্ধ করে পুজোর ক্ষেত্রে  কলকাতা পুলিসের কী গাইডলাইন রয়েছে,প্যান্ডেল নির্মানের সময়সীমা কী রয়েছে, পুজোর পর প্যান্ডেল সরিয়ে নেওযার কী সময়সীমা রয়েছে ও পুজোর অনুমোদনের ক্ষেত্রে কোনো ব্যতিক্রমী নিয়ম রয়েছে কিনা সে বিষয়েও কলকাতার নগরপালের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। সাতদিনের মধ্যে পুলিস কমিশনারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদাল।সামনের সপ্তাহে ফের এই মামলার শুনানি।

.