পরিবর্তনের আঁচ পেয়েই কি গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন হাইকোর্টের আইনজীবীরা?

Updated By: Nov 23, 2014, 11:42 PM IST
পরিবর্তনের আঁচ পেয়েই কি গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন হাইকোর্টের আইনজীবীরা?

হাইকোর্ট চত্বরে কি এবারে পরিবর্তনের হাওয়া বইছে? অন্তত তেমনটাই দাবি করছে বিজেপির আইনজীবী সংগঠন। তাদের দাবি, রাজ্যে পরিবর্তনের আঁচ পেয়েই দলে দলে আইনজীবী গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন। যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ তৃণমূল সহ অন্যান্য  আইনজীবীদের সংগঠন।রাজ্যে পালাবদলের সময় থেকেই আইনজীবী মহলে জোর বেড়েছিল শাসক তৃণমূলের। সময় বদলেছে। এবার সেই হাওয়াই নাকি ঘুরেছে বিজেপির দিকে। যদিও এই দাবি মানতে নারাজ তৃণমূল শিবির।

প্যানেলে নাম থাকার হাতছানিই কি আইনজীবীদের গেরুয়া শিবিরে টেনে নিয়ে যাচ্ছে? দ্বন্দ্ব রয়েছে আইনজীবীদের মধ্যেই। শাসকদলের সঙ্গ ছাড়া নিয়ে উঠে আসছে অন্তর্দ্বন্দ্বের প্রসঙ্গও।

 

.