ধর্মতলায় অমিত শাহের সভা নিয়ে বিজেপি মামলা গ্রহণ করল আদালত, আজই শুনানি
Updated By: Nov 28, 2014, 11:53 AM IST
![ধর্মতলায় অমিত শাহের সভা নিয়ে বিজেপি মামলা গ্রহণ করল আদালত, আজই শুনানি ধর্মতলায় অমিত শাহের সভা নিয়ে বিজেপি মামলা গ্রহণ করল আদালত, আজই শুনানি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/28/31764-amitshahhc.jpg)
ধর্মতলায় অমিত শাহের সভা নিয়ে অনড় বিজেপি। আজ ফের হাই কোর্টে গেলেন তাঁরা। বিজেপির মামলা গ্রহণ করেছে আদালত। দুপুর দুটোয় মামলার শুনানি। আজ আবেদন করতে গেলে বিচারপতি দেবাংশু বসাক বিজেপির আইনজীবীর কাছে জানতে চান, এই সভা কোনও জরুরী ভিত্তিতে নয়, তাই সভা পিছনো যায় কিনা। বিজেপির আইনজীবী জানান, সাত মাস আগে থেকে তাঁরা সভা করার অনুমতি চেয়েছিলেন। সব প্রস্তুতিও প্রায় শেষ। পুরসভা ও দমকলের শর্ত মানতেও তাঁরা তৈরি। এরপরই বিচারপতি মামলা গ্রহণ করে শুনানির সময় দেন।
রবিবারের সভার অনুমতি দেয়নি কলকাতা পুরসভা। অনুমতি মেলেনি দমকলের তরফেও। রাহুল সিনহা বলেন, "কোর্ট পর্যন্ত যাব,শেষ দেখে ছাড়ব।" বৃহস্পতিবার ছিল অমিত শাহের সভা নিয়ে পুরসভার মতামত দেওয়ার পালা। সভার আশায় জল ঢেলেছে ছোট লালবাড়ি। ভার আর্জি নাচক করে যুক্তি দিয়েছেন স্বয়ং মেয়র।