স্বাধীনতা দিবসে নাশকতা এড়াতে কড়া নজরদারি চলছে গোটা কলকাতায়
Updated By: Aug 14, 2017, 04:43 PM IST
ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চলছে রেডরোড ও গোটা কলকাতায়। তার কারণ, আইবি রিপোর্টে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে কলকাতা সহ দেশের চার মেগা সিটিকে। যাতে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। তাই আগে থেকেই সাবধান থাকতে চাইছে পুলিস, প্রসাশন। কলকাতা শহরের গুরুত্বপূর্ন জায়গাগুলিতে থাকছে পুলিস পিকেটিং।
আরও পড়ুন ২০ ঘণ্টার তল্লাশিতে উদ্ধার হল সাঁতারু কাজল দত্তর দেহ
গতকাল রাত থেকেই শহরের এন্ট্রি ও একজিট পয়েন্টগুলিতে সব গাড়ি থামিয়ে চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে। শহরের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে শহর জুড়ে মোতায়েন থাকছে দশ হাজার পুলিশকর্মী।
আরও পড়ুন চিংড়ি মাছ ধরতে গিয়েই কি মৃত্যু হল সাঁতার প্রশিক্ষকের?