আজ হাইকোর্টে মদন মিত্র জামিন মামলার শুনানি
আজ কলকাতা হাইকোর্টে মদন মিত্র জামিন মামলার শুনানি। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছে সিবিআই। গত শনিবার আলিপুর আদালতে জামিন মঞ্জুর হয় মদন মিত্রের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, নিম্ন আদালত জামিনের যে নির্দেশ দিয়েছে তা সম্পূর্ণ বেআইনি।
![আজ হাইকোর্টে মদন মিত্র জামিন মামলার শুনানি আজ হাইকোর্টে মদন মিত্র জামিন মামলার শুনানি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/05/44588-md.jpg)
ওয়েব ডেস্ক: আজ কলকাতা হাইকোর্টে মদন মিত্র জামিন মামলার শুনানি। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছে সিবিআই। গত শনিবার আলিপুর আদালতে জামিন মঞ্জুর হয় মদন মিত্রের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, নিম্ন আদালত জামিনের যে নির্দেশ দিয়েছে তা সম্পূর্ণ বেআইনি।
মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং ঈশান দাসের ডিভিশন বেঞ্চে মামলা ওঠে। কিন্তু এজলাসে মদন মিত্র আইনজীবী উপস্থিত ছিলেন না। তাদের দাবি, সময়মত মামলার নথি হাতে না পাওয়াতেই মন্ত্রীর তরফে এজলাসে কেউ হাজির হননি। এরপর বিচারপতি জানিয়ে দেন, দুপক্ষের উপস্থিতিতেই পরবর্তী শুনানি হবে।