ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অবৈধ, অপসারিত দিব্যেন্দু মজুমদার

ভাইস প্রেসিডেন্টকে কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

Updated By: Nov 10, 2020, 12:52 AM IST
ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অবৈধ, অপসারিত দিব্যেন্দু মজুমদার

তন্ময় প্রামাণিক

ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদের নির্বাচনকে অবৈধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের নির্দেশে অপসারণ করা হল ডিসিআই প্রেসিডেন্ট ডাঃ দিব্যেন্দু মজুমদারকে।

আরও পড়ুন-একটি হাতের জন্য সক্রিয় বাইশটি হাত! গোল্ডেন টাইম যেন নষ্ট না হয়!

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওই নির্দেশিকায় বলা হয়েছে

২০১৯ সালের ১৫ ডিসেম্বর ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদের যে নির্বাচন হয়েছিল তা বেআইনি এবং নিয়মবিরুদ্ধ। ডিসিআইয়ের ২ সদস্য যে অভিযোগ করেছিলেন তার প্রমাণ মিলেছে। 

নির্বাচিত প্রেসিডেন্ট যে যে তথ্য দাখিল করেছিলেন সেগুলোর বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছিল তা প্রমাণিত হয়েছে। তিনি আইনের অপব্যবহার এবং বেনিয়ম করেছেন।

আরও পড়ুন-'বদল হবে, বদলাও হবে,' দুর্গাপুরে বিজেপি কর্মী 'খুনে'র ঘটনায় হুঁশিয়ারি দিলীপের

ডিসিআই এর ২০১৯ সালের ডিসেম্বরে নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর দিব্যেন্দু মজুমদারকে অপসারিত করে ভাইস প্রেসিডেন্টকে কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ডিসিআইকে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচনী প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

.