পয়লা অগাস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই দিতে হবে ৫০ টাকা, ঘোষণা বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের
বিমলবাবু আরও জানান, যদি সরকারি শাস্তির খাঁড়া নেমে আসে তো আসবে। আমরা পিছপা হব না
অয়ন ঘোষাল
রাজ্য সরকার ঘোষণা করুক বা না করুক, পয়লা অগাস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই যাত্রীকে দিতে হবে ন্যূনতম ৫০ টাকা(মিটার ডাউন 30 টাকা)। তারপর প্রতি কিলোমিটারে ২৫ টাকা। এখন দিতে হয় ১৫ টাকা।
ট্যাক্সিতে ওঠার আগেই চালকের তরফে যাত্রীকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। যারা দিতে চাইবেন না, তাদের গাড়িতে তোলা হবে না। ঘোষণা ট্যাক্সি মালিকদের সংগঠন বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের।
আরও পড়ুন-উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা, এখনও পর্যন্ত আক্রান্ত ১০,৯৭৫, জানুন আপনার জেলার পরিস্থিতি
বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের সম্পাদক এবং অল বেঙ্গল ট্যাক্সি ওয়েলফেয়ার সংগঠনের আহ্বায়ক বিমল গুহ,
জানান, আমরা ২০১৮ সালের জুন মাস থেকে রাজ্য সরকারের কাছে ভাড়া বৃদ্ধির দাবি তুলেছি। ২০২০ সালের জুলাই মাসেও সেই দাবি বারবার নস্যাত্ করে দেওয়া হয়েছে । জ্বালানির দাম যেভাবে দিন দিন বাড়ছে, তার ভিত্তিতে আমরা গত ২৩ শে জুন রাজ্য পরিবহণ দফতরকে চুড়ান্ত সময়সীমা দিয়ে এসেছিলাম। বলেছিলাম, আমরা ১৪ জুলাই পর্যন্ত দেখব। দেখেছি। আর পারছি না।
আরও পড়ুন-করোনা যোদ্ধাদের পাশে রাজ্য, মৃত্যু হলে পরিবারের ১ জনকে সরকারি চাকরি
বিমলবাবু আরও জানান, সাধারণ মানুষের জানার জন্য আরও ১৫ দিন সময় দিলাম। পয়লা অগাস্ট থেকে ট্যাক্সি মিটার ডাউন হলেই ৫০ টাকা নেব। আর তারপর প্রতি কিলোমিটারে নেব ২৫ টাকা করে। যারা দিতে ইচ্ছুক তারা যাবেন। যারা দেবেন না, তারা অন্যভাবে যাবেন। এর জন্য আমাদের ওপর যদি সরকারি শাস্তির খাঁড়া নেমে আসে তো আসবে। আমরা পিছপা হব না।