Haridevpur: রক্ষকই ভক্ষক! মহিলাকে কুপ্রস্তাব দিয়ে সাসপেন্ড এসআই

বধূ নির্যাতন মামলায় আইনি সাহায্য চাইতে হরিদেবপুর থানায় যান এক গৃহবধূ। ঠিকানা জেনে নিয়ে বাড়ি বয়ে গিয়ে ওই মহিলাকে কুপ্রস্তাব দেন এসআই।

Updated By: Nov 16, 2022, 05:01 PM IST
Haridevpur: রক্ষকই ভক্ষক! মহিলাকে কুপ্রস্তাব দিয়ে সাসপেন্ড এসআই

পিয়ালি মিত্র: রক্ষকই ভক্ষক। মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। সেই অভিযোগে সাসপেন্ড হরিদেবপুর থানার সাব ইনসপেক্টর। বাড়ি গিয়ে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে হরিদেবপুর থানার এসআই আইনুল হকের বিরুদ্ধে। সেই ঘটনায় শোরগোল পড়ে যায়। ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অবশেষে শাস্তির কোপে ওই পুলিসকর্মী।

অভিযোগ, ওই সাব ইনসপেক্টরের কাছে আইনি সাহায্য চাইতে গিয়েছিলেন এক গৃহবধূ। বধূ নির্যাতন মামলায় আইনি সাহায্য চাইতে হরিদেবপুর থানায় যান তিনি। তখন সেখানে ডিউটি অফিসার ছিলেন সাব ইনসপেক্টর আইনুল হক। অভিযোগ, অভিযুক্ত পুলিসকর্মী ওই মহিলার কাছ থেকে তাঁর বাড়ির ঠিকানা নিয়ে এরপর তাঁর বাড়িতে পৌঁছে যান। বাড়ি বয়ে গিয়ে ওই মহিলাকে কুপ্রস্তাব দেন এসআই আইনলুন হক। প্রথমে প্রেমের প্রস্তাব দেন। তারপর কুপ্রস্তাব দেন। 

আরও পড়ুন, ঘরোয়া পার্টিতে মহিলার সঙ্গে অশ্লীল ভিডিয়ো, ভাইরালের হুমকিতে ব্ল্যাকমেইল চিকিৎসককে!

পুলিসকর্মীর এহেন প্রস্তাবে হতবাক হয়ে যান ওই মহিলা। এরপরই পুলিসের দ্বারস্থ হন তিনি। অভিযুক্ত ওই সাব ইনসপেক্টর আইনুল হকের বিরুদ্ধে অভিযোগ জানান ওই মহিলা। হরিদেবপুর থানায় অভিযোগ জানান। লালবাজারেও অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করে পুলিস। সাসপেন্ড করা হল অভিযুক্ত ওই সাব ইনসপেক্টরকে। অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিস সূত্রে খবর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.