শনিবার সকাল থেকে ১৩ দিন আংশিক বন্ধ থাকছে Red Road
সাতদিন বন্ধ থাকবে উত্তরের অংশট
নিজস্ব প্রতিবেদন: বৃষ্টি হলে বিভিন্ন সময় জল জমছে রেড় রোড়ে(Red Road)। আবার রাস্তায় বেশকিছু জায়গা নিচুও হয়ে গিয়েছে। যার জেরে আগামী দিনে ধসও দেখা দিতে পারে। ফলে পূর্ত দফতরের কথা মতো রেড রোডের অর্ধেক অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা ট্রাফিক পুলিস।
আরও পড়ুন-বিরোধী দলের সদস্যদের সামাজিক বয়কট! 'দলের নাম খারাপ করতেই করা হয়েছে', দাবি দেবের
আগামী ৫ জুন সকাল ৬টা থেকে ১৭ জুন রাত ১০ পর্যন্ত রেড রোডের(Red Road) অর্ধেক অংশ বন্ধ রেখে চলবে ক্ষতিগ্রস্ত কালভার্ট ও স্ল্যাব মেরামতির কাজ। যখন উত্তরের অংশটা মেরামতি হবে তখন খোলা থাকবে দক্ষিণের অংশ। সেই সময় উত্তরমুখী অর্থাৎ ধর্মতলা(Dharmatala) বা ইডেনের দিকের গাড়ি গুলোকে জে এন আইল্যান্ড থেকে ডাফরিন রোড, মেয়ো রোড ঘুরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন-ত্রাণ নয়; চাই কংক্রিটের বাঁধ, গোসাবায় মন্ত্রীর সামনেই প্লাকার্ড নিয়ে দাবি এলাকাবাসীর
অন্যদিকে, দক্ষিণ দিকের অংশে যখন কাজ হবে সেসময় খোলা থাকবে উত্তর দিকটি। দক্ষিণমুখী গাড়ি গুলোকে মানে ভিক্টোরিয়া বা খিদিরপুর দিকে যাওয়ার গাড়ি গুলোকে নেতাজি স্ট্যাচু থেকে মেয়ো রোডের, ডাফরিন রোড, দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সাতদিন বন্ধ থাকবে উত্তরের অংশটা। ৬দিন বন্ধ থাকবে দক্ষিণের অংশ।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)