নিহত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্তে সদিচ্ছার অভাব সরকারের, অভিযোগ পরিচালক তরুণ মজুমদারের

নিহত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর তদন্তে সদিচ্ছার অভাব রয়েছে সরকারের। ঘটনার প্রকৃত তদন্ত হলে অনেক কিছুই বেরিয়ে আসবে। এমনই অভিযোগ বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদারের।

Updated By: Nov 8, 2013, 08:45 PM IST

নিহত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর তদন্তে সদিচ্ছার অভাব রয়েছে সরকারের। ঘটনার প্রকৃত তদন্ত হলে অনেক কিছুই বেরিয়ে আসবে। এমনই অভিযোগ বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদারের।
আজ নিহত ছাত্রনেতার ২৪তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তরুণ মজুমদার। এসএফআইয়ের কলকাতা জেলা কমিটির তরফে সুদীপ্ত গুপ্তর স্মরণসভার  আয়োজন করা হয়। মৃত্যুর পর কেটে গেছে ৭ মাস। বিচারের বাণী এখনও নীরবে কাঁদছে। কার গাফিলতিতে মৃত্যু হল তাঁর? উত্তর এখনও অজানা সুদীপ্ত গুপ্তর পরিবারের। সহপাঠী, বন্ধু, এবং কর্মী সমর্থকরা এখনও প্রতি মুহূর্তে সুদীপ্তকে স্মরণ করছেন। পাশাপাশি বিচারবিভাগীয় তদন্তের দাবি যেন তেন প্রকারে আদায় করার শপথ নিচ্ছেন তাঁরা।
 
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশিকা সুদীপ্তর আন্দোলনেরই জয় বলে মনে করে এসএফআই।
 

.