মুখ্যমন্ত্রীর উল্টো সুর রাজ্যপালের গলায়, বললেন মন্ত্রীরা ভালই কাজ করছেন

মুখ্যমন্ত্রী যখন নিজেই অসন্তুষ্ট তাঁর মন্ত্রীদের কাজে, তখন ঠিক উল্টো সুরে কথা বললেন রাজ্যপাল। মঙ্গলবার সাংবাদিকদের সামনে রাজ্যপাল এম কে এম কে নারায়ণন বলেন, রাজ্যের মন্ত্রীরা ভালই কাজ করছেন। রাজ্যের মন্ত্রীদের কাজ নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন," দে আর ডুয়িং ভেরি ওয়েল।" এই বিষয়ে মুখ্যমন্ত্রীর ঠিক কী বলছেন তা নিয়ে জানেন না বলেও জানান রাজ্যপাল।

Updated By: Nov 19, 2013, 10:40 AM IST

মুখ্যমন্ত্রী যখন নিজেই অসন্তুষ্ট তাঁর মন্ত্রীদের কাজে, তখন ঠিক উল্টো সুরে কথা বললেন রাজ্যপাল। মঙ্গলবার সাংবাদিকদের সামনে রাজ্যপাল এম কে এম কে নারায়ণন বলেন, রাজ্যের মন্ত্রীরা ভালই কাজ করছেন। রাজ্যের মন্ত্রীদের কাজ নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন," দে আর ডুয়িং ভেরি ওয়েল।" এই বিষয়ে মুখ্যমন্ত্রীর ঠিক কী বলছেন তা নিয়ে জানেন না বলেও জানান রাজ্যপাল।
গতকাল মুখ্যমন্ত্রী `ফাঁকিবাজ` মন্ত্রীদের জঞ্জাল বলেছিলেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সরকারি অনুষ্ঠানে প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাজে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিভাগীয় মন্ত্রী নুরে আলম চৌধুরীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, " শুধু সরকারি গাড়ি চড়াই উদ্দেশ্য নয়৷ লাল গাড়ি চেপে ঘুরবেন আর মানুষ পরিষেবা পাবে না , সেটা চলবে না৷ কাজ না করলে পদ ছাড়ুন৷" আলু বিতর্কের কারণে কৃষিমন্ত্রী অরূপ রায়ের দায়িত্ব ছেঁটে নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী যখন নিজে মুখে মন্ত্রীদের কাজে প্রকাশ্য কার্যত ক্ষোভ প্রকাশ করছেন, তখন রাজ্যপালের এ হেন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অতীতে বেশ কয়েকবার প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলছিলেন রাজ্যপাল। এরপর তৃণমূল নেতা-মন্ত্রীরা কার্যত তাঁকে ধমক দেন। এরপর রাজ্যপালকে সরকারের বিরুদ্ধে সেভাবে মুখ খুলতে শোনা যায়নি।

.