কলকাতা বিশ্ববিদ্যালয়কে প্রেসিডেন্সির সমান মর্যাদার পক্ষে সওয়াল রাজ্যপালের

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমান মর্যাদা কেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে না? বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই প্রশ্ন তুললেন রাজ্যপাল এম কে নারায়ণন।

Updated By: Mar 22, 2012, 11:10 PM IST

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমান মর্যাদা কেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে না? বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই প্রশ্ন তুললেন রাজ্যপাল এম কে নারায়ণন। রাজ্যপাল বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এক্সেলেন্স সম্মান পাওয়ার যোগ্য।
বস্তুত, কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হবে না, শিক্ষা জগতে বেশ কিছুদিন ধরে আলোচিত এই প্রশ্নটা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে, সেই প্রশ্নটাই প্রকাশ্যে তুলে আনলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য এম কে নারায়ণন। নিজের বক্তৃতায় রাজ্যপাল এদিন বলেন, ``প্রেসিডেন্সিকে `সেন্টার ফর এক্সেলেন্স`-এর তকমা দেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় এখন সেই উচ্চতা স্পর্শ করেছে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন সেই সম্মান দেওয়া হচ্ছে না।``
প্রেসিডেন্সির শিক্ষার মান নিয়ে যে ভাবনা চিন্তা করা হচ্ছে সেই একই ভাবনা কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কেও করা উচিত বলে মত প্রকাশ করেন রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের প্রধান সুগত বসুকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের হয়ে সওয়াল করার জন্যও অনুরোধ করেন। রাজ্যপালের এই বক্তব্যে হাততালিতে ফেটে পড়ে গোটা প্রেক্ষাগৃহ। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে শুধু প্রেসিডেন্সি নিয়ে সরকারের ভূমিকা ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। রাজ্যপালের এদিনের বক্তব্য সেই সমালোচনাকে আরও জোরদার করল ।    

.