Jagdeep Dhankhar: শুভেন্দুর অফিসে কেন তল্লাশি পুলিসের? মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

যেদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সেদিনই রাজ্যের মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)।

Updated By: May 17, 2022, 07:10 PM IST
 Jagdeep Dhankhar:  শুভেন্দুর অফিসে কেন তল্লাশি পুলিসের? মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে বিধায়কের অফিসে কীভাবে তল্লাশি চালাতে পারে পুলিস? তাও আবার বিনা ওয়ারেন্টে! যেদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সেদিনই রাজ্যের মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। কবে? ২৩ মে সকাল ১১টায় রাজভবনে হাজির হওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিবকে।

জানা গিয়েছে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিজেপি নেতা মেঘনাথ পাল। তাঁর স্ত্রী মহুয়া পাল ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে ব্যাঙ্ক ম্যানেজার পদে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে ইতিমধ্য়েই FIR-ও দায়ের করা হয়েছে তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক তরফে।

আরও পড়ুন: Anis Khan Murder Case: আনিসকাণ্ডে নয়া মোড়, হাইকোর্টে পুলিসের গাফিলতি স্বীকার রাজ্যের

সোমবার নন্দীগ্রামে মহুয়া পালের বাড়িতে যায় পুলিস। নেতৃত্বে ছিলেন খোদ SDPO। কিন্তু তখন বাড়িতে ছিলেন না মহুয়া।  এরপর নন্দীগ্রামের বিধায়ক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যালয়ে ঢুকে পুলিস তল্লাশি চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, কার্যালয়ে কর্মীরা যখন প্রতিবাদ করেন, তখন আবার পুলিসকর্মীরা বলেন, 'ওটা যে শুভেন্দু অধিকারীর কার্যালয়, তা তাঁরা জানতেন না। জানলে ঢুকতেন না'! 

আরও পড়ুন: Civic Volunteer:'রাজ্যজুড়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ বন্ধ রাখা উচিত', হাইকোর্টে মতপোষণ এজি-র

এদিন টুইটে রাজ্যপাল জগদীপ ধানখড় লিখেছেন, 'এটা বিশ্বাস করা শক্ত যে, স্থানীয় পুলিস নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিস সম্পর্কে অবহিত নয়। পুলিসের এই তৎপরতা রাজনৈতিক কার্যকলাপ বলে মনে হচ্ছে'।

 

 

শুভেন্দু অধিকারী আগেই রাজ্যপালের নালিশ করেছিলেন। আজ, মঙ্গলবার সকাল ১১টায় মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন জগদীপ ধনখড়। সেই রিপোর্ট না পেয়ে এবার মুখ্যসচিবকে তলব করলেন তিনি।

 

এদিন কলকাতা হাইকোর্টে পুলিসের বিরুদ্ধে মামলাও করেছেন শুভেন্দু। বৃহস্পতিবার মামলাটির শুনানি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.