রোজই রাজ্যে আক্রান্ত জীবন, তবু প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল

Updated By: Feb 19, 2015, 10:44 PM IST
রোজই রাজ্যে আক্রান্ত জীবন, তবু প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল

প্রতিদিনই কোনও না কোনও হিংসার ঘটনা উঠে আসছে শিরোনামে। কখনও আক্রান্ত প্রতিবাদী। কখনও নির্যাতনের শিকার মহিলারা। কলেজ হোক বা কারখানা! হিংসা, মারামারি, খুনখারাপির বিরাম নেই। অথচ আইন-শৃঙ্খলা ইস্যুতে রাজ্যকে দেদার সার্টিফিকেট দিলেন রাজ্যপাল। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হল বিধানসভার বাজেট অধিবেশন। লিখিত বক্তৃতায় আইন-শৃঙ্খলা ইস্যুতে রাজ্য প্রশাসনের ভূয়সী প্রশংসা।

অতীতে একাধিক ঘটনায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন এই রাজ্যপালই। বৃহস্পতিবার লিখিত ভাষণে তিনি যা পড়লেন, তা কি আদৌ বাস্তব? নাকি শুধুই রাজ্য সরকারের স্বঘোষিত ক্রেডিট!  একের পর এক বিতর্কিত ঘটনা উসকে দিচ্ছে সেই প্রশ্ন। অনুব্রত মণ্ডলের হুমকির পর খুন পাড়ুইয়ের সাগর ঘোষ। এফআইআরে এক নম্বর অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। পুলিস তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে, তা সবার জানা।

লাভপুর কাণ্ডেও একই ছবি। অভিযুক্ত তৃণমূলের  দোর্দণ্ডপ্রতাপ বিধায়ক। যিনি প্রকাশ্যে পিষে মারার ঘটনা কবুল করেন। কিন্তু পুলিস তাঁর দিকে তাকাতেও সাহস পায় না। সাত্তোরে আক্রান্ত বিজেপি সমর্থক পরিবারের মহিলা। তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে বিপদ আরও বেড়েছে। নিরাপত্তা তো জোটেইনি। কখনও বাড়ির সামনে বোমা ফাটিয়ে, কখনও বৃদ্ধ শ্বশুরকে মারধর করে শাসিয়ে চলেছে অভিযুক্তরা।  

বরুণ বিশ্বাস  খুন হয়েছেন প্রায় তিন বছর হতে চলল। পরিবারের অভিযোগ, আসল অপরাধীরা এখনও ধরা পড়েনি। কামদুনিতে ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীরা ধরা পড়েছে বটে। তবে বিস্তর সমালোচনা আর প্রতিবাদের পর। বালির তপন দত্ত  খুনের ঘটনায় দায়সারা চার্জশিটে নিম্ন আদালতে বেকসুর খালাস পেয়ে গিয়েছে পাঁচ অভিযুক্ত। সিআইডি তদন্তে আস্থা হারিয়ে সিবিআই চেয়েছেন নিহতের স্ত্রী।

ইভটিজিংয়ের প্রতিবাদ করে প্রাণ খুইয়েছেন সালকিয়ার অরূপ ভাণ্ডারী। নিহতের বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেন, তাতে ইভটিজিং হয়েছিল কিনা তা নিয়েই প্রশ্ন উঠে যায়। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কাদের সহ দুজন এখনও ফেরার। তবু প্রশস্তির সুর রাজ্যপালের গলায়। পুলিসি সক্রিয়তায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রীও। রাজ্যের সাংবিধানিক পদে যাঁরা বসে আছেন, তাঁদের দাবির সঙ্গে বাস্তব মিলছে না।

 

.