দার্জিলিং নিয়ে দলের অবস্থানের উল্টো পথে বাইচুং ভুটিয়া

Updated By: Sep 14, 2017, 10:21 PM IST
দার্জিলিং নিয়ে দলের অবস্থানের উল্টো পথে বাইচুং ভুটিয়া

ওয়েব ডেস্ক: গোর্খ্যাল্যান্ডের দাবিকে সমর্থন করলেন তৃণমূল নেতা বাইচুং ভুটিয়া। দলের লাইন অগ্রাহ্য করেই সিকিমের একটি সংবাদপত্রে তাঁর দাবি, দার্জিলিং-কালিম্পং কোনওকালেই বাংলার অংশ ছিল না। দুই সংস্কৃতিও আলাদা।

সিকিম এক্সপ্রেস নামে ওই সংবাদপত্রকে বাইচুং জানিয়েছেন, পৃথক গোর্খাল্যান্ড হওয়া উচিত। তৃণমূল সরকারকেও এনিয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দিয়েছেন। গোর্খাদের দাবির পক্ষে সিকিএম সরকার। এনিয়ে সে রাজ্য সরকারের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন পাহাড়ি বিছে।

গোর্খাল্যান্ড নিয়ে দলীয় লাইনের উল্টো অবস্থান নিলেন বাইচুং ভুটিয়া। দার্জিলিংকে বাংলার অভিন্ন অংশ হিসেবে বারবার বলে আসছে রাজ্য সরকার। বাইচুংয়ের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চমানের নেত্রী। কিন্তু গোর্খাল্যান্ড নিয়ে মমতার পাশে নেই তিনি। 

 আরও পড়ুন, পাহাড়ে রেশন পাঠাতে প্রস্তুত রাজ্য, জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক

.