আবহাওয়া পরিবর্তনে সবচেয়ে বিপন্ন কলকাতা
কলকাতার জন্য সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যে পাঁচটি শহর সবচেয়ে বেশি বিপন্ন, তার মধ্যে রয়েছে কলকাতাও।
কলকাতার জন্য সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যে পাঁচটি শহর সবচেয়ে বেশি বিপন্ন, তার মধ্যে রয়েছে কলকাতাও। ব্রিটিশ সংস্থা ম্যাপলক্রফট সম্প্রতি যে ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি ইনডেক্স প্রকাশ করেছে, তাতে কলকাতা ছাড়াও রয়েছে ঢাকা, চট্টগ্রাম, ম্যানিলা ও আদ্দিস আবাবার নাম। সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃতীয় বিশ্বের দেশগুলির উপরে বেশি করে প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তন। যার ফল হতে চলেছে সুদূরপ্রসারী। ঝড়ঝঞ্ঝা, দাবানল, জলস্ফীতি, খরা-বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ ওত পেতে রয়েছে বাংলাদেশ, ভারত, মায়ানমার, কঙ্গো বা ইন্দোনেশিয়ার মতো দেশের সামনে। এই সব দেশের মানুষদের সামনে রয়েছে বাস্তুচ্যুত ও কর্মহীন হওয়ার আশঙ্কা। শুধু তা-ই নয়, জলবায়ু পরিবর্তনের বিপদ ওই সমস্ত দেশে বিনিয়োগের পক্ষেও বড় অন্তরায় হতে চলেছে। উষ্ণায়ন এবং আবহাওয়া পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই সব দেশের দুর্বল অর্থনীতি, অপর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা ও দুর্নীতিগ্রস্ত প্রশাসনকেই দায়ী করা হয়েছে। অন্যদিকে, তাত্পর্যপূর্ণ ভাবে সবচেয়ে বেশি কার্বন উত্পাদনকারী দু`টি দেশ, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে মাঝারি ও কম বিপজ্জনক দেশের তালিকায়। কম ক্ষতির সম্ভাবনা যে ২০টি দেশে রয়েছে তার মধ্যে কাতার, ইজরায়েল ও বাহরিন ছাড়া সবক`টিই উত্তর ও মধ্য ইউরোপে অবস্থিত। জলবায়ু পরিবর্তনের প্রবণতার নিরিখে ১৯৩টি দেশের তালিকা প্রকাশ করেছে ম্যাপলক্রফট। তার জন্য খতিয়ে দেখা হয়েছে ৪২টি সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিষয়।