২৪ ঘণ্টার উদ্যোগে শেষপর্যন্ত হাসপাতালে কিশোরী

চব্বিশ ঘণ্টার খবরের জের। শেষপর্যন্ত স্থানীয় কয়েকজন যুবকের উদ্যোগে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা গেল দুদিন ধরে হাসপাতালের সামনেই পড়ে থাকা এই কিশোরীকে। গত শুক্রবার থেকে হাসপাতালের সামনে পড়ে যন্ত্রণায় ছটফট করছিলেন এক কিশোরী। কিন্তু,সঙ্গে কোনও আত্মীয় না থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করেননি চিকিত্সকেরা।

Updated By: Oct 23, 2011, 02:42 PM IST

চব্বিশ ঘণ্টার খবরের জের। শেষপর্যন্ত স্থানীয় কয়েকজন যুবকের উদ্যোগে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা গেল দুদিন ধরে হাসপাতালের সামনেই পড়ে থাকা এই কিশোরীকে। গত শুক্রবার থেকে হাসপাতালের সামনে পড়ে যন্ত্রণায় ছটফট করছিলেন এক কিশোরী। কিন্তু,সঙ্গে কোনও আত্মীয় না থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করেননি চিকিত্সকেরা। যন্ত্রণায় কাতরালেও, চিকিত্সার জন্য কেউ এগিয়ে আসেননি একজন চিকিত্সক বা নার্সও। শেষপর্যন্ত স্থানীয় কয়েকজন যুবক আজ ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই কিশোরার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর এই কিশোরী জানিয়েছেন, হুগলির হরিপাল থানার এলাইপুর গ্রামে তার বাড়ি। দুর্গাপুজোর সময় ট্রেনে চড়ে ঠাকুর দেখতে বেরিয়ে পথ হারিয়ে ফেলেন তিনি। প্রথমে এসে পৌঁছন মুরারই এলাকায়। কিশোরীর অভিযোগ, সেখানে কয়েকজন তাঁর উপর শারীরিক অত্যাচার করেছেন। এরপর গত শুক্রবার তাঁকে কয়েকজন হাসপাতালের সামনে ফেলে চলে যায়। কিশোরীটির চিকিত্সা শুরু হয়েছে।

.