শিক্ষকদের সাধারণ বদলির ব্যবস্থা চালু করছে রাজ্য

সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষকদের জন্য রাজ্যে চালু হতে চলেছে জেনারেল ট্রান্সফার বা সাধারণ বদলির ব্যবস্থা। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই ব্যবস্থা চালু হবে। সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দফতর। শিক্ষকদের আবেদনের ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন এই বদলির ব্যবস্থা কার্যকর করবে। 

Updated By: Nov 16, 2012, 09:35 PM IST

সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষকদের জন্য রাজ্যে চালু হতে চলেছে জেনারেল ট্রান্সফার বা সাধারণ বদলির ব্যবস্থা। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই ব্যবস্থা চালু হবে। সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দফতর। শিক্ষকদের আবেদনের ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন এই বদলির ব্যবস্থা কার্যকর করবে। 
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে  মিউচুয়াল ট্রান্সফার বা আপস বদলি ব্যবস্থা এরাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে। এবার জেনারেল ট্রান্সফার বা সাধারণ বদলি নীতি রাজ্যে চালু করতে চলেছে সরকার। সিদ্ধান্ত হয়েছে ট্রান্সফার বা বদলি চান এমন ব্যক্তিকে স্কুল সার্ভিস কমিশনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন খতিয়ে দেখবে আবেদনকারীর পছন্দের জায়গায়  তাঁর যোগ্য কোনও পদ খালি আছে কিনা। যদি পদ খালি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সেই পদে  বদলির ব্যবস্থা করবে কমিশন। কিন্তু বর্তমানে সরকারের হাতে এই ধরনের বদলি ব্যবস্থা চালু করার মত প্রয়োজনীয় আইন নেই। তাই এই আইনের দাবি জানিয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফে খুব তাড়াতাড়ি সরকারের কাছে আবেদন করা হবে। সেই আবেদনের ভিত্তিতেই নির্দিষ্ট আইন আনবে রাজ্য সরকার। তবে একই পদের জন্য একাধিক  আবেদনকারী থাকলে কী ভিত্তিতে বদলি করা হবে সেবিষয়ে এখনও সরকারের তরফে পরিষ্কার কিছুই জানানো হয়নি।

.