ধর্মতলায় ঝাঁঝালো গন্ধের আতঙ্ক! গন্ধের উত্স কোথায়, গ্যাস লিক?
পরিত্যক্ত স্টেটসম্যান হাউসের এর পিছন দিকের জমিতেও গ্যাসের উত্স খুঁজে পাওয়া যায় নি।
নিজস্ব প্রতিবেদন : ঝাঁঝালো গ্যাসের গন্ধে এখনও চাপা আতঙ্ক ধর্মতলার স্টেটসম্যান হাউসের পাশে প্রিন্সেপ স্ট্রিট এলাকায়। গ্যাসের উত্স এখনও খুঁজে বের করতে পারেনি দমকল এবং পুরসভা। গতকাল রাত সাড়ে নটা নাগাদ ওই চত্বরে ঝাঁঝালো গন্ধ পান স্থানীয়রা। সারারাত ধরে দমকলকর্মীরা গ্যাসের উত্স খোঁজার চেষ্টা করলেও তা পায়নি।
পরিত্যক্ত স্টেটসম্যান হাউসের এর পিছন দিকের জমিতেও গ্যাসের উত্স খুঁজে পাওয়া যায় নি। বেশ কিছু মানুষ অসুস্থ বোধ করছেন। এমনকী এই বাড়ি লাগোয়া এটিএমগুলি থেকেও অন্যত্র সরে গিয়েছেন নিরাপত্তারক্ষীরা।
আরও পড়ুন - হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বড় জয় বিজেপির
দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে ধর্মতলার এই স্টেটসম্যান হাউস। এই বাড়ির গুদামে কোনও কেমিক্যাল থেকেই গ্যাস? নাকি পুরসভার হাইড্রেন থেকে গ্যাস? কি ধরনের গ্যাস? শরীরের পক্ষে তা কতটা ক্ষতিকারক? এসব কিছুই এখনও বোঝা যাচ্ছে না।