গার্ডেনরিচ গণধর্ষণ কাণ্ডে বড় সাফল্য, গ্রেফতার নির্যাতিতার ‘বন্ধু’ আসগর

জেরায় দোষ কবুল করেছে ধৃত: পুলিস সূত্র

Updated By: Jul 8, 2021, 08:12 PM IST
গার্ডেনরিচ গণধর্ষণ কাণ্ডে বড় সাফল্য, গ্রেফতার নির্যাতিতার ‘বন্ধু’ আসগর

নিজস্ব প্রতিবেদন: গার্ডেনরিচ গণধর্ষণ কাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিস। গ্রেফতার এক অভিযুক্ত। ধৃতের নাম আসগর শাহ। নির্যাতিতার সঙ্গে ধৃতের ২ বছরের বন্ধুত্ব ছিল বলেই পুলিস সূত্রে খবর।

জানা গিয়েছে, ধৃতের আসল বাড়ি গয়াতে। তবে গার্ডেনরিচ এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকে সে। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেই ধৃতের নাগাল পান তদন্তকারীরা। জেরায় নিজের দোষ কবুল করেছে আসগর শাহ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ লক্ষ টাকা এবং সোনা ও রূপোর গয়না। পুলিস সূত্রে খবর, ধৃতের সঙ্গে নির্যাতিতার সম্পর্কের কথা জানতেন তরণীর বাড়ির লোকেরা। কিন্তু তাঁরা সেটা মেনে নেননি। তাই বাড়ি থেকে বাইরে গেলে তরুণীকে তালা দিয়ে যেতেন।

আরও পড়ুন: আরও একবার কেন্দ্র-রাজ্য সংঘাত? ভুয়ো টিকাকাণ্ডে তদন্ত শুরু করতে চলেছে ED

আরও পড়ুন: 'বামদের চেয়ে TMC আমলে বাজেটে উন্নতি হয়েছে', Suvendu-র পাশে বসেই বললেন BJP বিধায়ক

তদন্তকারীরা মনে করছেন, কোনদিন হয়ত আসগর ওই তরুণীর বাড়িতে এসেছিল এবং সেদিনই বাড়ির চাবি হাতিয়ে নকল চাবি তৈরি করে সে। সেই চাবির সাহায্যেই ঘটনার দিন দলবল নিয়ে বাড়িতে ঢোকে। গণধর্ষণ ও লুটের ঘটনার আর কে কে জড়িত রয়েছে, আসগরকে জেরা করে বর্তমানে সেই খোঁজ চালাচ্ছে পুলিস।

.