শাসকের সন্ত্রাস থেকে রেহাই পাচ্ছে না বিরোধী দলের মুখপত্রও, অভিযোগ বাম নেতাদের

গণশক্তির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হলেন সিপিআইএম নেতারা। উঠে এল কামদুনি থেকে মধ্যমগ্রামকাণ্ড। এমনকী শাসক দলের হাত থেকে নিস্তার নেই বিরোধী দলের মুখপত্রের। অভিযোগ সিপিআইএম নেতৃত্বের।

Updated By: Jan 3, 2014, 10:27 PM IST

গণশক্তির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হলেন সিপিআইএম নেতারা। উঠে এল কামদুনি থেকে মধ্যমগ্রামকাণ্ড। এমনকী শাসক দলের হাত থেকে নিস্তার নেই বিরোধী দলের মুখপত্রের। অভিযোগ সিপিআইএম নেতৃত্বের।

গত আড়াই বছরে গণশক্তিতে সরকারি বিজ্ঞাপন নেই। বেসরকারি বিজ্ঞাপনদাতাদের ওপরও ভয় দেখানো হচ্ছে। প্রায় প্রতিদিন সিপিআইএমের দলীয় মুখপত্র কাগজ বিক্রি করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন হকাররা। সেই কাগজেরই আটচল্লিসতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অভিযোগ, সরকারের প্রশ্রয়েই সমাজের দখল নিতে চাইছে সমাজবিরোধীরা।

সিপিআইএমের রাজ্য সম্পাদক বিমান বসুর অভিযোগ, পুলিসি নিষ্ক্রিয়তার জন্যই মৃত্যু হয়েছে মধ্যমগ্রামের নির্যাতিতা কিশোরীর। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন জেলার গণশক্তির সেরা বিক্রেতাদের পুরস্কৃত করা হয়।

.