‘জিডি বিড়লা স্কুলের বক্তব্য বিশ্বাসজনক নয়’, সরকারি রিপোর্টে কাঠগড়ায় কর্তৃপক্ষ

কমিটির রিপোর্ট অনুযায়ী, জিডি বিড়লা স্কুলের বক্তব্য বিশ্বাসজনক নয়। স্কুল কর্তৃপক্ষের বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে, কথায় কোনও যুক্তি নেই। স্কুলের পরিকাঠামোরও অভাব রয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। এককথায়, সরকারি রিপোর্টে কাঠগড়ায় জিডি বিড়লা স্কুল।

Updated By: Dec 2, 2017, 08:42 PM IST
‘জিডি বিড়লা স্কুলের বক্তব্য বিশ্বাসজনক নয়’, সরকারি রিপোর্টে কাঠগড়ায় কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি:  জিডি বিড়লা স্কুলের বক্তব্য সঠিক নয়, পরিকাঠামোর অভাব রয়েছে। স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকারের শিক্ষা দফতরের গঠিত তদন্ত কমিটি।

শুক্রবার জিডি বিড়লা স্কুল পরিদর্শনে যায় তিন সদস্যের তদন্ত কমিটি। পুরো বিষয়টি খতিয়ে দেখেন তাঁরা। স্কুলের শিক্ষিকাদের সঙ্গেও কথা বলেন কমিটির সদস্যরা। স্কুলের শিক্ষিকাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে এদিন জানিয়েছে ওই কমিটি।

আরও পড়ুন: টয়লেট থেকে বেরিয়ে অঝোরে কাঁদছিল নির্যাতিতা শিশুটি, দাবি সহপাঠীর

কমিটির রিপোর্ট অনুযায়ী, জিডি বিড়লা স্কুলের বক্তব্য বিশ্বাসজনক নয়। স্কুল কর্তৃপক্ষের বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে, কথায় কোনও যুক্তি নেই। স্কুলের পরিকাঠামোরও অভাব রয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। এককথায়, সরকারি রিপোর্টে কাঠগড়ায় জিডি বিড়লা স্কুল।

আরও পড়ুন: পোশাকে রক্তের দাগ; যৌন নির্যাতনের অভিযোগ এমপি বিড়লা স্কুলের ৩ বছরের পড়ুয়ার মায়ের

অন্যদিকে, ঘটনায় ধৃত ২ শিক্ষককে ৩ দিনের পুলিস হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত পুলিসি হেফাজতেই থাকবে অভিযুক্ত ২ শিক্ষক। 

 

.