South Point School এর প্রাক্তনীদের উদ্যোগে বিনামূল্যে Oxygen Concentrator প্রদান

স্কুলের  বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলী থেকে সমস্ত স্টাফ, প্রাক্তনী ও তাঁদের পরিবার আপাতত পরিষেবা পাবেন

Updated By: Jun 1, 2021, 07:48 PM IST
South Point School এর প্রাক্তনীদের উদ্যোগে বিনামূল্যে Oxygen Concentrator প্রদান

নিজস্ব প্রতিবেদন: অক্সিজেন সঙ্কটের মাঝে অভিনব উদ্যোগ। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের (South Point School) প্রাক্তনীদের উদ্যোগে শুরু হল বিনামূল্যে অক্সিজেন কনসেনট্রেটর (Oxygen Concentrator) প্রদান পরিষেবা। আপাতত ১০ লিটার প্রতি মিনিট ক্ষমতাযুক্ত ৫টি অক্সিজেন কনসেনট্রেটর (Oxygen Concentrator) নিয়েই শুরু হয়েছে এই উদ্যোগ। সাউথ পয়েন্ট স্কুলের (South Point School) বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলী থেকে সমস্ত স্টাফ ও স্কুলের প্রাক্তনীরা আপাতত পরিষেবা পাবেন। শুধু তাই নয়, দরকারে তাঁদের পরিবারের জন্যও উপলব্ধ করা যাবে পরিষেবা।

আরও পড়ুন: Vaccines Mix up: টিকা অদলবদলে ক্ষতি নেই, আরও বাড়বে Antibody! কী বলছেন চিকিৎসকেরা?

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, বর্তমানে বালিগঞ্জ প্লেসেই সাউথ পয়েন্ট হাই স্কুল (South Point School) চত্বর থেকেই পার্লার খুলে পরিষেবা চালানো হচ্ছে। সকল প্রাক্তনীদের কাছে সাহায্য চাওয়া হয়েছে ইতিমধ্যেই। অক্সিজেন কনসেনট্রেটরের (Oxygen Concentrator) সংখ্যা যাতে বাড়িয়ে ১০টি করা যায় সে চেষ্টাও করছেন তাঁরা। অতিমারির প্রভাব কাটিয়ে উঠলে অক্সিজেন কনসেনট্রেটরগুলি দাতব্য হাসপাতালে দান করে দেওয়া হবে বলে জানান তাঁরা। কোভিডের দ্বিতীয় ঢেউতে যখন অক্সিজেন সঙ্কট আরও প্রকট হচ্ছে, সেই মুহূর্তে সাউথ পয়েন্ট স্কুলের (South Point School) প্রাক্তনীদের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। 

আরও পড়ুন: DRDO's 2DG করোনার ওষুধ : কারা খাবেন? কারা খাবেন না? বিস্তারিত জানাল সংস্থা

.