হিডকোর নামে প্রতারণা চক্র, কাঠগড়ায় সোলেস গ্রুপ

হিডকোর নামে প্রতারণা চক্র। প্রতারণার শিকার মুম্বইয়ের ওএনজিসি কর্মী সোমনাথ ঘোষ। কাঠগড়ায় সোলেস গ্রুপ। রাজারহাট নিউটাউনে জমি কিনতে পনেরো লক্ষ টাকার ড্রাফট দেন সোমনাথ বাবু। হিডকোর নামে ভুয়ো ড্রাফটে দফায় দফায় টাকা নেন সংস্থার মালিক আদিত্যলাল বাবু।

Updated By: Jun 19, 2015, 04:53 PM IST
হিডকোর নামে প্রতারণা চক্র, কাঠগড়ায় সোলেস গ্রুপ

ব্যুরো: হিডকোর নামে প্রতারণা চক্র। প্রতারণার শিকার মুম্বইয়ের ওএনজিসি কর্মী সোমনাথ ঘোষ। কাঠগড়ায় সোলেস গ্রুপ। রাজারহাট নিউটাউনে জমি কিনতে পনেরো লক্ষ টাকার ড্রাফট দেন সোমনাথ বাবু। হিডকোর নামে ভুয়ো ড্রাফটে দফায় দফায় টাকা নেন সংস্থার মালিক আদিত্যলাল বাবু।

হিডকোর নামে প্রতারণা চক্র। হিডকোর নামে ভুয়ো ড্রাফট। কাঠগড়ায় সোলেস গ্রুপ।

রাজারহাট নিউটাউনে লটারিতে জমি কেনার জন্য দুহাজার এগারো সালে আবেদন করেন মুম্বইয়ের বাসিন্দা ওএনজিসি কর্মী সোমনাথ ঘোষ। লটারিতে শিঁকে ছেঁড়েনি। হিডকো অফিসে যোগাযোগ হয় সোলেস গ্রুপ অফ কোম্পানির মালিক আদিত্যলাল মুখার্জির সঙ্গে।  রাজারহাট নিউটাউনের জমি অনায়াসে পাইয়ে দেওয়ার প্রলোভন দেন আদিত্যলাল।

কিন্তু জমি পাননি সোমনাথ বাবু।  এরপর তাঁকে কোঅপরাটিভের মাধ্যমে নিউটাউনের ফ্ল্যাট কেনার টোপ দেওয়া হয়।

রাজারহাট নিউটাউনে জমি কিনতে দফায় দফায় পনেরো লক্ষ টাকার ড্রাফট জমা দেন সোমনাথ বাবু।

সন্দেহ হওয়ায় খোঁজখবর নেওয়া শুরু করেন সোমনাথ ঘোষ।যোগাযোগ করেন হিডকো অফিসে। জানতে পারেন চার বছর ধরে তাঁর নামে কোনও ড্রাফটই জমা পড়েনি।  এরপরই বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন সোমনাথ বাবু। বিধাননগর কমিশনারেটেও যান।

তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছে সোলেস গ্রুপ।

গোটা ঘটনায় উঠে এসেছে রাজ্যের এক মন্ত্রীর নাম। হিডকোর তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তারা এরসঙ্গে কোনওভাবেই যুক্ত নয়।

কিন্তু হিডকোর নামে এতটাকার ভুয়ো ড্রাফট কীভাবে তৈরি হল? বিধাননগর উত্তর থানার উল্টোদিকেই কীভাবে প্রতারণার ব্যবসা চালাচ্ছে সোলেস গ্রুপ অফ কোম্পানি?

 

.