'Mamata বললে বিধায়ক পদ ছাড়তে রাজি', Partha-কে পাল্টা চিঠি দলত্যাগী TMC নেতার

গত বছরের নভেম্বরে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি।

Updated By: Jan 20, 2021, 08:29 PM IST
'Mamata বললে বিধায়ক পদ ছাড়তে রাজি', Partha-কে পাল্টা চিঠি দলত্যাগী TMC নেতার

নিজস্ব প্রতিবেদন:  'গত পাঁচ বছরে বেশ কিছু বিধায়ক কংগ্রেস ও বাম দল থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের কেউ কেউ পরে সাংসদ পদে প্রোমোশন পেয়েছেন, কেউ আবার পুরনো দলে ফিরে গিয়েছে। যদি ভুল বলে না থাকি, তাঁদের মধ্য়ে ১৯ জন এখনও বিধায়ক রয়ে গিয়েছে।' নামের তালিকা-সহ এবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়কে (Partha Chatterjee) পাল্টা চিঠি দিলেন বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami)। সাফ জানিয়ে দিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বললে বিধায়ক পদ ছাড়তে রাজি আছেন। না হলে নয়।'

ঘটনার সূত্রপাত গত বছরের নভেম্বর মাসে। যেদিন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সেদিনই তৃণমূলের (TMC) সঙ্গে সম্পর্ক ছেদ করেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীও (Mihir Goswami)। দলের প্রাথমিক সদস্য ছাড়ার পর বিবৃতি দিয়ে জানান, ২২ বছর ধরে দলে একনিষ্ঠ কর্মী ছিলেন। কিন্তু জেলায় বারবার অপমানিত হয়েছেন। দলনেত্রীকে জানিয়েও কোনও লাভ হয়নি। এরপর কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লি উড়ে যান মিহির। সেখানেই আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে।  কিন্তু ঘটনা হল,  দলবদল করলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি মিহির গোস্বামী। খাতায়-কলমে এখনও তিনি কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক!

আরও পড়ুন: ভোটের আগে নিরাপত্তার দায়িত্ব নিক কেন্দ্রীয় বাহিনী , স্বস্তি পাবে বাংলার মানুষ: মুকুল রায়

গত ৬ জানুয়ারি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বলে দলত্যাগী এই নেতাকে আইনি চিঠি পাঠান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। এদিন সেই চিঠিরই জবাব দিলেন মিহির গোস্বামী।  চিঠিতে তিনি লিখেছেন, 'আপনার লেখা চিঠির পরিপ্রেক্ষিতেই জানাই, গত ৩ অক্টোবর ২০২০ তারিখে আমি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তৃণমূল দলের যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াই। একই সঙ্গে আমার এই সিদ্ধান্তের কথা দলের সুপ্রিমো শ্রীমতী বন্দ্য়োপাধ্যায়কেও জানিয়ে দিয়েছি। তারপর ২৭ নভেম্বর ২০২০ তারিখ বিকালে দলের সদস্যপদ ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য় হিসেবে সেই দলে যোগ দিই। এর দেড়মাস বাদে আপনার এই চিঠি আমাকে কিঞ্চিৎ অবাক করেছে।'

আরও পড়ুন: Amphan মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্যের, ত্রাণে দুর্নীতির অভিযোগের তদন্ত করবে CAG-ই

উল্লেখ্য়, গত বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতে পরে তৃণমূলের যোগ দিয়েছিলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। এদিন দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয় উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেও তিনি। ইস্তফা না দেওয়ায় খাতায়-কলমে কিন্তু এখনও কংগ্রেসেরই বিধায়ক রয়ে গিয়েছেন তিনি। তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে লেখা চিঠিতে  বিধায়কদের নামের যে তালিকা দিয়েছেন মিহির গোস্বামী, সেই তালিকার প্রথম নামটিই হল অরিন্দম ভট্টাচার্য।

.