Shakespeare Sarani Murder: ডানকুনি থেকে গ্রেফতার পরিবারের প্রাক্তন চালক
লুঠের উদ্দেশ্য়েই কি খুন? তদন্তে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: সিসিটিভি ফুটেজে আবাসন থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল তাঁকে। শেক্সপিয়ার সরণিতে বৃদ্ধাকে খুনে পরিবারের প্রাক্তন চালককে গ্রেফতার করল পুলিস। ডানকুনিতে ধরা পড়ল দুধকুমার মাল নামে ওই ব্যক্তি।
পুলিস সূত্রে খবর, মাস খানেক স্বামীকে হারিয়েছেন। শেক্সপিয়র সরণী থানায় এলাকায়, থিয়েটার রোডের একটি আবাসনে থাকতেন ৯০ বছরের বৃদ্ধা রেণুকা চৌধুরী। সঙ্গে, তাঁর ছেলে অভয়। ওই বৃদ্ধার আর ছেলে আমেরিকায় থাকেন। এদিন সকালে আবাসনের ছাদের ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন অভয়। ১০ নাগাদ ফ্ল্যাটে ফিরে দেখেন, মা মৃত অবস্থায় পড়ে রয়েছেন। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে!
খবর দেওয়া হয় শেক্সপিয়র সরণী থানায়। ঘটনাস্থলে পৌঁছন যুগ্ম কমিশনার ক্রাইম মুরলিধর শর্মা, ডিসি সাউথ আকাশ মেঘারিয়া-সহ পুলিসের পদস্থ আধিকারিকরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, রাত ১২ নাগাদ শ্বাসরোধ করে খুন করা হয়েছে রেণুকাকে। কেন? ওই বৃদ্ধার গয়না, মোবাইল, এমনকী ফ্ল্যাটের চাবিরও খোঁজ মেলেনি এখনও। তদন্তকারীদের অনুমান, লুঠের উদ্দেশ্য়েই এই খুন। খুনের পিছনে পরিচিত কেউ রয়েছেন।
আরও পড়ুন: Rabiranjan Chattopadhyay: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী, শোকের ছায়া রাজনৈতিক মহলে
এদিকে আবার সোমবার রাত থেকে পরিবারের প্রাক্তন চালকের মোবাইল বন্ধ। টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যায়, শেক্সপিয়ার সরণিতেই ছিল তার শেষ লোকেশন। এমনকী, সিসিটিভি ফুটেজেও আবাসন থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে। তাহলে? কয়েক ঘণ্টার মধ্যে প্রাক্তন গাড়ির চালককে গ্রেফতার করল পুলিস।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)