গাড়িতে নারী নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইস বের করেছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট

ট্যাক্সি, ক্যাব বা ভাড়া গাড়িতে মহিলাদের ওপর আক্রমণ কোনও নতুন ঘটনা নয়।  গাড়িতে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন ডিভাইস বের করেছে কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রায়ই সামনে আসে এমন নানা খবর। ক্যাব, ট্যাক্সি বা গাড়িতে মহিলাদের ওপর আক্রমণ রুখতে নতুন ডিভাইস বের করেছে কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। কখনও কখনও গাড়ির চালকই যখন ভিলেন হয়ে ওঠে, তখন ঘটতে পারে অনেক কিছু। সেকথা মাথায় রেখে, যাত্রীর পিছনের সিটের দরজায় বসানো হয়েছে ছিটকিনি।

Updated By: Apr 30, 2017, 09:13 PM IST
গাড়িতে নারী নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইস বের করেছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট

ওয়েব ডেস্ক: ট্যাক্সি, ক্যাব বা ভাড়া গাড়িতে মহিলাদের ওপর আক্রমণ কোনও নতুন ঘটনা নয়।  গাড়িতে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন ডিভাইস বের করেছে কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রায়ই সামনে আসে এমন নানা খবর। ক্যাব, ট্যাক্সি বা গাড়িতে মহিলাদের ওপর আক্রমণ রুখতে নতুন ডিভাইস বের করেছে কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। কখনও কখনও গাড়ির চালকই যখন ভিলেন হয়ে ওঠে, তখন ঘটতে পারে অনেক কিছু। সেকথা মাথায় রেখে, যাত্রীর পিছনের সিটের দরজায় বসানো হয়েছে ছিটকিনি।

আরও পড়ুন একের পর এক দুর্ঘটনার পরেও, রাতের শহরে বেলাগাম গতির উল্লাস!

এটা গেল সুরক্ষার একটা দিক। প্রশ্ন হল, চালক তো সামনের সিট টপকে এসেও, পিছনে বসা যাত্রীর ওপর চড়াও হতে পারে।  তা আটকাতেও রয়েছে ব্যবস্থা। একেবারে সাধারণ সরঞ্জাম দিয়ে তৈরি ডিভাইস। তৈরির খরচও কম।

আরও পড়ুন  রাতের শহরে ফের বেলাগাম গতি, মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির

.