বিরাটিতে খাদ্যে বিষক্রিয়া, মৃত ২, অসুস্থ ৪৩৭

খাদ্যে বিষক্রিয়ার জেরে বিরাটির বাঁকরার ৪৩৭ জন বাসিন্দা বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিত্‍সাধীন। এদের মধ্যে ফতিমা নামে ৫ বছরের এক শিশুকন্যা এবং তনজিত মোল্লা নামে ১১ বছরের একটি ছেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Updated By: Jul 31, 2012, 01:22 PM IST

খাদ্যে বিষক্রিয়ার জেরে বিরাটির বাঁকরার ৪৩৭ জন বাসিন্দা বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিত্‍সাধীন। এদের মধ্যে ফতিমা নামে ৫ বছরের এক শিশুকন্যা এবং তনজিত মোল্লা নামে ১১ বছরের একটি ছেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিষক্রিয়ার ফলে রবিবার রাত থেকেই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন বাঁকরার বাসিন্দারা। গতকাল, সকাল থেকে তা প্রায় মহামারীর চেহারা নেয়। দুপুর থেকেই অসুস্থরা আসতে শুরু করেন  হাসপাতালে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন তিনি।
রবিবার রাত থেকে ওই এলাকায় একের পর এক বাসিন্দা খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। সোমবার সকাল থেকে তা প্রায় মহামারীর চেহারা নেয়। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানের তরফে অসুস্থদের দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা হয়। স্থানীয় হাসপাতালে কয়েকজনকে ভর্তি করা হয়। বাকিদের পাঠানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে।

হাসপাতাল সূত্রে খবর, মূলত স্যালাইনের সাহায্যে অসুস্থদের চিকিত্‍সা চলছে। এত সংখ্যক রোগীর চাপ সামলাতে চিকিত্‍সকদের ডেকে পাঠানো হয়েছে। অসুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসেন স্থানীয় কাউন্সিলরও। রাতেই হাসপাতালে আসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার গভীর রাত পর্যন্ত অসুস্থ রোগীরা আসতে থাকেই আইডি হাসপাতালে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার।
পরিস্থিতি মোকাবিলায় সোমবার গভীর রাতে বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে জুনিয়র ডাক্তারদের নিয়ে আসা হয়। মঙ্গলবার ভোর রাতে ফতিমা নামে ৬ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়। দুপুরে মারা যায় ১১ বছরের তনজিত মোল্লা।

.