কুয়াশায় ট্রেন চলাচলে বিঘ্ন, অধিকাংশ দূরপাল্লার ট্রেন চলেছে দেরিতে

Updated By: Jan 9, 2018, 11:25 AM IST
কুয়াশায় ট্রেন চলাচলে বিঘ্ন, অধিকাংশ দূরপাল্লার ট্রেন চলেছে দেরিতে

নিজস্ব প্রতিবেদন: কনকনে ঠাণ্ডায় কাঁপছে কলকাতা-সহ গোটা রাজ্য। হাওয়া অফিসের মতে, মঙ্গলবার তাপামাত্রা সামান্য বেড়েছে। তবুও সকালবেলায় তা বোঝার উপায় নেই। ঠাণ্ডার সঙ্গে পাল্লা দিয়ে উদয় হয়েছে কুয়াশার। ফলে শিয়ালদহ ও হাওড়ায় অধিকাংশ দূরপাল্লার ট্রেন ঢুকছে অস্বাভাবিক দেরিতে।

আরও পড়ুন-মিলন মেলার বদলে এবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসছে বইমেলার আসর

রেল সূত্রে জানা যাচ্ছে, ডাউন লাইনে রাজধানী, কালকা, যোধপুর এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, বম্বে মেল সহ একাধিক ট্রেন চলেছে বেশ দেরিতে। অধিকাংশ ট্রেন চলেছে ৯-১০ ঘণ্টা দেরিতে।

জেনে নিন কোন ট্রেনে কত দেরি

শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস চলছে সাড়ে ৪ ঘণ্টা দেরিতে।

হাওড়া রাজধানী ১১ ঘণ্টা দেরি।

শিয়ালদহ রাজধানী সাড়ে ৫ ঘণ্টা দেরিতে চলছে।

ডাউন দুন এক্সপ্রেস চলছে ১২ ঘণ্টা দেরিতে।

যোধপুর এক্সপ্রেস চলছে ১৩ ঘণ্টা দেরিতে।

কালকা মেল চলেছে সাড়ে ৪ ঘণ্টা দেরিতে।

সাড়ে ৪ ঘণ্টা দেরিতে চলেছে বম্বে মেল।

বিভূতি এসপ্রেস চলছে সাড়ে ৭ ঘণ্টা দেরিতে।

ডাউন সরাইঘাট এক্সপ্রেস চলেছে সাড়ে ১০ ঘণ্টা দেরিতে।

আজমের এক্সপ্রেস সাড়ে ৫ ঘণ্টা দেরিতে চলছে।

অমৃতসর মেল চলছে সাড়ে ৮ ঘণ্টা দেরিতে।

মিথিলা এক্সপ্রেস চলেছে সাড়ে ৭ ঘণ্টা দেরিতে।

.