নয়া টার্মিনাল থেকে প্রথম বিমান উড়ল আজ

উদ্বোধন হয়েছিল তিন দিন আগে। বুধবার থেকে শুরু হল পথচলা। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের নয়া টার্মিনালের থেকে আজই প্রথম উড়ে গেল বিমান। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, জন্মদিনে নেতাজিকে শ্রদ্ধা জানাতেই উড়ান পরিষেবা চালু হল।

Updated By: Jan 23, 2013, 08:05 PM IST

উদ্বোধন হয়েছিল তিন দিন আগে। বুধবার থেকে শুরু হল পথচলা। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের নয়া টার্মিনালের থেকে আজই প্রথম উড়ে গেল বিমান। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, জন্মদিনে নেতাজিকে শ্রদ্ধা জানাতেই উড়ান পরিষেবা চালু হল।
গত রবিবার উদ্বোধন হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের এই নয়া টার্মিনালের। উদ্বোধন করেছিলেন রাষ্ট্রপতি। তখনই নয়া টার্মিনাল দেখে মুগ্ধতার কথা জানিয়েছিলেন রাষ্ট্রপতি থেকে উপস্থিত অতিথিরা। বুধবার নয়া টার্মিনালের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিমানযাত্রীরা।
 
বুধবার সকাল ১০টা ১০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি উড়ান রওনা হয়। দিল্লি হয়ে বিমানটির গন্তব্য লন্ডন। বিমানের ১৫০ জন যাত্রীকে নয়া টার্মিনালে ফুল এবং মিষ্টি দিয়ে স্বাগত জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোদমে পরিষেবা চালু হতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

.