মুখ্যমন্ত্রীর বার্তাই সার, ফের শহরে সিন্ডিকেট অশান্তি, থানার সামনেই চলল গুলি

ফের প্রশ্নে পুলিস। তিলজলা থানার সামনেই গুলি চালিয়ে নির্বিঘ্নে এলাকা ছাড়ল চোলাই পাপ্পু। পুলিস চোখ বুজে রইল। এলাকাবাসী এমনও অভিযোগ করছে, পুলিসই পাপ্পুকে পালাতে সাহায্য করেছে।

Updated By: Jul 23, 2015, 11:56 AM IST
মুখ্যমন্ত্রীর বার্তাই সার, ফের শহরে সিন্ডিকেট অশান্তি, থানার সামনেই চলল গুলি

ওয়েব ডেস্ক: ফের প্রশ্নে পুলিস। তিলজলা থানার সামনেই গুলি চালিয়ে নির্বিঘ্নে এলাকা ছাড়ল চোলাই পাপ্পু। পুলিস চোখ বুজে রইল। এলাকাবাসী এমনও অভিযোগ করছে, পুলিসই পাপ্পুকে পালাতে সাহায্য করেছে।

পুলিস নাকি রামধনূ। এই রসিকতা সেই ব্রিটিশ আমল থেকে চলছে। তবে বুধবার রাতে তিলজলায় যা ঘটল, তা নিয়ে রসিকতার অবকাশ নেই। চোলাই পাপ্পুর তাণ্ডবের সময় নাকি, স্রেফ উধাও হয়ে যান তিলজলা থানার কর্মীরা।

এলাকাবাসী সংঘবদ্ধ হলে এলাকার একটি বাড়িতে আশ্রয় নেয় পাপ্পু ও তার দলবল। ইট ছুড়তে শুরু করে তারা। অভিযোগ, এই সময় নাকি হঠাত্‍ই সক্রিয় হয় পুলিস। এলাকাবাসীর অভিযোগ পাপ্পুকে পালাতে সাহায্য করেছে তিলজলা থানা। শাসকদের তাণ্ডবে পুলিসের চোখ বুজে থাকার অভিযোগ এ রাজ্যে নতুন নয়। কিন্তু, থানার কর্মীরা মস্তানকে পালাতে সাহায্য করতে পারে, তিলজলার ঘটনা এমন অভিযোগও সামনে আনল।

.